Thursday, August 28, 2025

কম্বল কাণ্ডে তৃতীয় নোটিশের পর চৈতালির বাড়িতে পুলিশ, চলছে জেরা

Date:

Share post:

আসানসোলে(Asansol) কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশি জেলার মুখোমুখি হলেন আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি(Chaitali Tiwari)। শনিবার সকালে চৈতালির বাড়িতে যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের দুই এসিপি-সহ মোট সাত পুলিশ আধিকারিক। সেখানে তাঁকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এর আগে দুবার চৈতালিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়ি গিয়েও ফিরে আসতে হয়েছে পুলিশকে। শুক্রবার ও তার বাড়ি তালাবন্ধ ছিল। এরই মাঝে নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হন চৈতালির স্বামী জিতেন্দ্র তিওয়ারি। তার আবেদনে তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ দেওয়া হয় চৈতালিকে। পাশাপাশি আদালত জানায়, সপ্তাহে দুদিন দু ঘন্টা করে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করা যাবে। শনিবার ও সোমবার দিন ধার্য্য হয়েছে। সেইমতো চৈতালির বাড়িতে পুলিশ আসে শনিবার। বাড়িতে কয়েকঘণ্টা ধরে চলে জেরাপর্ব।

উল্লেখ্য, গত ১৪ তারিখ আসানসোলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল বিতরণের অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট (Stampede) হয়ে তিনজন প্রাণ হারান। জখম হন ৪ জন। এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন বিজেপি (BJP) কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তাঁকে সবরকমভাবে সাহায্য করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাই সেই মামলায় চৈতালির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তাতে তাঁকে তৃতীয়বার নোটিস দেয় পুলিশ। শুক্রবার ওই নোটিস চৈতালি তিওয়ারির আবাসনের দরজায় সাঁটিয়ে দেয়। তাতে বলা হয়েছে, শনিবার যেন চৈতালি বাড়িতে থাকেন। হাইকোর্টের রক্ষাকবচ পাওয়ার পর এদিন জেলার মুখোমুখি হলেন চৈতালি।

spot_img

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সামি

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে চান মহম্মদ সামি(Mohammed...

মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫!

গণেশ বন্দনার আনন্দ মুহূর্তে বদলে গেছে বিষাদে। উৎসবের মাঝেই মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় (Building collapsed in Maharashtra) মৃতের সংখ্যা...

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় পড়ুয়াদের অন্ধকার ঠেলেছে: জয়েন্টের ফল নিয়ে বিরোধীদের নিশানা মমতা-অভিষেকের

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলা হয়েছে। বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র...