Friday, January 30, 2026

আপনার মন্তব্য গণতন্ত্রে আস্থাহীনতার ইঙ্গিত: সোনিয়াকে তোপ ধনকড়ের

Date:

Share post:

সরাসরি কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) নাম করে সমালোচনায় সরব হলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। প্রাক্তন কংগ্রেস(Congress) সভাপতির সমালোচনার প্রসঙ্গে উপরাষ্ট্রপতি(Vice president) জানালেন, তিনি যদি সোনিয়ার মন্তব্যের প্রতিক্রিয়া না দেন তাহলে তাঁর সংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হতেন।

সম্প্রতি বিচারপতি নিয়োগের কলেজিয়াম ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সোনিয়া জানিয়েছিলেন, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে দিয়ে এভাবে বিচার বিভাগের উপরে আক্রমণ করাচ্ছে বিজেপি। এই মন্তব্যেরই সমালোচনা করে ধনখড় জানিয়েছেন, সোনিয়ার মন্তব্যে গণতন্ত্রে আস্থাহীনতার ইঙ্গিত রয়েছে। ধনখড়ের কথায়, ”বিচার ব্যবস্থাকে অবৈধ বললে তা গণতন্ত্রের মৃত্যুঘণ্টা।” তিনি পরিষ্কার করে দিয়েছেন, সংসদের সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য প্রয়োজনীয়। তিনি সেদিকে জোর দিলেও সোনিয়ার সঙ্গে তাঁর মত কোনও জায়গাতেই মেলে না। তাঁকে বলতে শোনা যায়, ”বিচারব্যবস্থাকে ছোট করা আমার কল্পনাতীত।”

সোনিয়ার সমালোচনা করে ধনকড়ের এহেন মন্তব্যের পর কংগ্রেসের তরফে দাবিত বলা হয় চেয়ারম্যান যে মন্তব্য করেছেন তা রাজ্যসভার লগবুক থেকে মুছে দিতে হবে। বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ”যদি লোকসভার কোনও সদস্য বাইরে কোনও কথা বলেন, তবে সেটা নিয়ে রাজ্যসভায় আলোচনা করা যায় না। যদি চেয়ারম্যান মন্তব্য করে থাকেন তাহলে তা দুর্ভাগ্যজনক। এমন কখনও ঘটেনি। যা বলা হয়েছে সেটা সরিয়ে দিতে হবে এবং মুছে দিতে হবে। দয়া করে এটা সরিয়ে দিন।” যদি তা না করা হয়, তাহলে খুব খারাপ দৃষ্টান্ত নিদর্শন স্থাপিত হবে বলেও জানিয়ে দেন খাড়গে। এরপরই ধনখড় বলেন, তিনি যদি সোনিয়ার মন্তব্যের প্রতিক্রিয়া না দেন তাহলে তাঁর সংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হতেন।

উল্লেখ্য, এই মাসের শুরুতেই কলেজিয়াম বিতর্কে মন্তব্য করতে দেখা গিয়েছিল উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে। তিনি বলেছিলেন, সুপ্রিম কোর্ট (Supreme Court) সংসদ ভবনকে অবজ্ঞা করেছে। আর সংসদকে অবজ্ঞা করা মানে মানুষের ইচ্ছাকে অবজ্ঞা করা। কারণ সংসদের সিদ্ধান্তে মানুষের ইচ্ছাই প্রতিফলিত হয়।

spot_img

Related articles

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের...