Tuesday, August 26, 2025

মিশন নির্মল বাংলার নামে তোলাবাজি ! কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি

Date:

Share post:

দুর্নীতির (Corruption) অভিযোগে অভিযুক্ত এবার বিজেপির (BJP) এক মন্ডল সভাপতি। বাড়িতে নম্বর প্লেট বসিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ডেবরায় (Debra) বিজেপির এক মন্ডল সভাপতি এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির তরফ থেকে বার বার দুর্নীতির অভিযোগে তৃণমূলের (TMC) দিকে আঙ্গুল তোলা হয় অথচ তাঁদের নিজের দলের নেতারাই যে আপাদমস্তক দুর্নীতির সঙ্গে জড়িত এই ঘটনা তারই প্রমাণ দিল, বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

সূত্র মারফত জানা যায়, মিশন নির্মল বাংলা (Mission Nirmal Bangla) নাম দিয়ে খড়গপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ডেবরা ব্লকের বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েত এলাকায় একটি সমীক্ষা শুরু করে। পাশাপাশি প্রত্যেক বাড়িতে নম্বর প্লেট নম্বর বসানোর কর্মসূচিও গ্রহণ করা হয়। তবে এর জন্য প্রতি বাড়ি থেকে ৩০ টাকা করে আদায় করা হচ্ছে। বিজেপির মন্ডল সভাপতির দাবি তাঁরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে এই কাজটি করছেন। সমস্ত নিয়ম মেনে কাজটি করা হচ্ছে। বিষয়টি জানা মাত্রই সোমবার ঘাটালের সাংসদ প্রতিনিধি ডেবরা ব্লকের তৃণমূল নেতা সীতেশ ধাড়া (Sitesh Dhara) ডেবরা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কিসমত ডেবরা গ্ৰামে পৌঁছান। সেখানে গিয়ে তিনি আসল ব্যাপার বুঝতে পারে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। ঘটনার তদন্ত দাবি করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি (Ajit Maiti)।

এদিকে বিজেপির ডেবরা মধ্য মন্ডলের সভাপতি গোপাল রাও (Gopal Rao) দাবি করেছেন, জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতির লিখিত অনুমতি নিয়েই এই সমীক্ষা সহ বাড়ি বাড়ি নম্বর প্লেট লাগানোর কাজ হচ্ছে। তিনি জানান ডিসেম্বর মাসের ১৭ তারিখ থেকে এই কাজ শুরু হয়েছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গেই তা এগিয়েছে। ডেবরা (৫/২) গ্ৰাম পঞ্চায়েতের প্রধান রেখা হুই জানিয়েছেন এই নিয়ে তাঁর কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। দুর্নীতির মাধ্যমে টাকা রোজগারের অপচেষ্টায় বিজেপির তরফ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি সাফ জানিয়েছেন। তিনি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশাসনের তরফ থেকে এই নিয়ে কড়া পদক্ষেপ করা হবে বলেই আশাবাদী তিনি।

 

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...