Sunday, November 16, 2025

‘ইচ্ছেমতো’ ভাড়া নয়: বাসভাড়া নিয়ে দায়ের মামলায় হলফনামা রাজ্যের

Date:

Share post:

ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে শহরের বেসরকারি বাস ও মিনিবাস(Bus)। একই রুটে কেউ নিচ্ছে ১০ টাকা ভাড়া তো কেউ ১২ টাকা। বাসগুলির নিজের মতো করে ভাড়া নেওয়ার ঘটনায় এবার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে(Kolkata HighCourt)। সেই মামলাতেই হলফনামা দিয়ে রাজ্যের পরিবহণ দফতর(Transport Department) জানিয়ে দিল ৪ বছর আগে সরকারের বেঁধে দেওয়া ভাড়াই নেবে রাজ্যের বেসরকারি বাস এবং মিনিবাসগুলি।

লাগামহীন বাস ভাড়া নিয়ে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই আদালত রাজ্যের কাছে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলে। তার প্রেক্ষিতে হলফনামা দিয়ে পরিবহণ দফতরের বিশেষ সচিব অনিন্দ্য সেনগুপ্ত জানান, সরকারের তরফ থেকে কোনও ভাড়া বাড়ানো হয়নি। বেসরকারি ও মিনিবাসগুলি যাতে অতিরিক্ত ভাড়া না নেয় তা নিশ্চিত করা হবে। হলফনামায় আরও বলা হয়, ২০১৮ সালে তৎকালীন অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যে ভাড়া নির্ধারিত করে দিয়েছিলেন তা মেনেই ভাড়া নেবে বাসগুলি। এই বিষয়ে পরিবহণ দফতরের বিশেষ সচিব আদালতে জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠলে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং পরিবহণ দফতরের সব আঞ্চলিক কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ করার নির্দেশ পাঠানো হয়েছে। এমনকী সরকারের নির্ধারিত ভাড়ার তালিকা পাঠানো হয়েছে।

সরকারের তরফে সমস্ত বক্তব্য শোনার পর হাইকোর্টের তরফে জানানো হয়েছে, হলফনামা অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি মনে হয় এই নির্দেশের অন্যথা হচ্ছে প্রয়োজনে আদালত অবমাননার করতে পারেন যে কেউই। এই মামলার পরবর্তী শুনানি আগামী বছর ১০ জানুয়ারি।

spot_img

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...