Tuesday, December 30, 2025

মমতার মাস্টারস্ট্রোক,নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরি করবে  রাজ্য সরকার

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তার আগে ফের মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরি করবে এবার রাজ্য সরকার। শুক্রবার এমনই ঘোষণা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, এই সেতু তৈরি হলে পূর্ব মেদিনীপুরের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, পূর্ব মেদিনীপুরবাসী তথা নন্দীগ্রামবাসীর জন্য বহু কাজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও হাসপাতাল, কখনও তমলুক-দিঘা রেল যোগাযোগ, এমন অসংখ্য কাজ। নতুন বছরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হলদিয়া এবং নন্দীগ্রামের মধ্যে সেতু তৈরি করবে রাজ্য সরকার। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই প্রকল্পের ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন। একটু সময় লাগলেও এতে বিপুল সংখ্যক মানুষের উপকার হবে।একুশের বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নন্দীগ্রাম ও হলদিয়া সংযোগকারী সেতু তৈরি করবেন। গত  বছর রাজ্য বাজেটের সময় এই সেতুর জন্য বরাদ্দও করা হয়েছিল। এবার সেই সেতু তৈরির কাজ শুরু হবে।

তৃণমূল মুখপাত্র বলেন, সেতু চাইছিলেন এখানের মানুষ৷ বিপুল রাস্তা ঘুরতে হয়৷ এবার সেতু হলে এই এলাকার মানচিত্র বদলে যাবে। অর্থনৈতিক অবস্থা বদলে যাবে৷ শনিবার নন্দীগ্রামে শহীদ বেদীতে অনুষ্ঠান হবে। তার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হল। কুণালের কথায়, ভোটের সময় মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, সেটাই করে দেখালেন।

প্রসঙ্গত, হলদি নদীর একদিকে নন্দীগ্রাম ও অন্য পাড়ে হলদিয়া। কর্মসূত্রে দুই পাড়ের মানুষকেই অন্য তীরে আসা যাওয়া করতে হয় নিয়মিত। দুই পাড়ের যোগাযোগের একমাত্র মাধ্যম হল ফেরি পরিষেবা। অনেক সময়ই ফেরিতে যাত্রীদের সুরক্ষার কথা মানা হয় না। সড়কপথে এক পাড় থেকে অন্য পাড়ে যেতে গেলে নন্দকুমার দিয়ে ঘুরে যেতে হয়। কিন্তু এতে সময় লাগে অনেকটা বেশি। সেই কারণে দুই পাড়ের মধ্যে সংযোগকারী সেতু তৈরি হলে তাতে এক পাড় থেকে অন্য পাড়ে যেতে সময়ও কম লাগবে ও টাকাও বাঁচবে।মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি এলাকাবাসী।

 

spot_img

Related articles

নির্ধারিত সময় পর্যন্ত পদে থাকবেন গম্ভীর? সচিবের পর মুখ খুললেন সহ-সভাপতিও

বছর শেষে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir )নিয়ে চর্চা অব্যাহত। সাসা বলের ক্রিকেটে সাফল্য পেলেও টেস্টে...

AI দিয়ে ৫৪ লক্ষ নাম বাদ! কমিশনকে নিশানা মমতার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন: শাহকে তোপ

SIR প্রক্রিয়ায় AI ব্যবহার করে প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার, বাঁকুড়ার...

‘হোক কলরব’ সংলাপে বাংলার বিপ্লবীকে অপমান! রাজের নতুন ছবির টিজারে বিতর্ক

নতুন বছরে বড়পর্দায় নতুন সিনেমা নিয়ে আসতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বড়দিনে মুক্তি পেয়েছে তার টিজার।...

বর্ষশেষে খাস কলকাতায় উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র! গ্রেফতার ২

নতুন বছর শুরু হওয়ার আগেই ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার শহর কলকাতায়। মঙ্গলবার দুপুরে কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ স্ট্র্যান্ড...