Friday, November 14, 2025

শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মাল্যদান, হঠাৎ ব্যাঙ্কে কেন রাজ্যপাল!

Date:

Share post:

নেতাজির ১২৬ তম জন্মদিনে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Andanda Bose)। তার পরেই ছুঁয়ে দেখলেন নস্টালজিয়া (Nostalgia)। গেলেন নিজের পুরনো কর্মস্থলে। এদিন ফের বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন রাজ্যপাল।

এদিন সি ভি আনন্দ বোস বলেন, নেতাজি দেশনায়ক। নেতাজির আদর্শে দেশের প্রত্যেক মানুষ অনুপ্রাণিত। তিনি চিরঞ্জিবী। তাঁর মৃত্যু নেই। নেতাজির আদর্শে যুব সমাজকে এগিয়ে চলতে তিনি আহ্বান জানান।

নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে রাজ্যপাল চলে যান বাগবাজার স্ট্রিটের SBI-এর শ্যামবাজার শাখায়। কারণ, কর্মজীবনের প্রথম দিকে ওই শাখায় প্রোবেশন অফিসার হিসেবে কাজ করেছেন আনন্দ বোস। সালটা ১৯৭৪। ওখানেই কাজ শুরু করেন বর্তমান রাজ্যপাল। এদিন সেখান গিয়ে নস্টালজিক হয়ে পড়েন রাজ্যপাল। জানান নিজের কর্মজীবনের কথা। এসবিআইয়ের নানা বিষয় সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেন সিভি আনন্দ বোস। কৃষকদের জন্য একটা সহজ স্কিম চালু করতে এসবিআইকে পরামর্শ দেন রাজ্যপাল।

এদিন ফের বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন রাজ্যপাল। একই সঙ্গে কলকাতার রসগোল্লার প্রতি তাঁর যে টান, এদিন সে কথাও বলেন তিনি। নাম করেন কেসি দাসের রসগোল্লার।

 

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...