Sunday, January 11, 2026

কলকাতাগামী বিমানে পাখির ধাক্কা! অল্পের জন্য বড়সড় দুর্ঘট*না থেকে রক্ষা

Date:

Share post:

লখনউ (Lucknow) থেকে কলকাতাগামী (Kolkata) বিমানে পাখির ধাক্কা। রবিবার লখনউ চৌধুরি চরণ সিং বিমাবন্দরের (Chaudhury Charan Singh Airport) রানওয়েতে (Runway) ঠিক ওড়ার মুখেই ঘটে বিপত্তি। এরপরই পাখির সঙ্গে ধাক্কার কারণে জরুরি অবতরণ (Emergency Landing) করাতে হয় বিমানটিকে। তবে এদিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। বর্তমানে যাত্রীদের অন্য ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে এয়ার এশিয়া (Air Asia) সংস্থার ওই বিমানের উড়ান। এদিন সকাল ১১টা নাগাদ রানওয়েতে বিমানে ধাক্কা দেয় একটি পাখি। তারপরেই চালক এয়ার এশিয়া সংস্থার বিমানের উড়ান বন্ধ করে দেন। বিমানটি উপরে ওঠার ঠিক আগের মুহূর্তে এই ঘটনা ঘটে। বিমানটিকে আবার বে-তে ফিরিয়ে আনা হয়। তবে যাত্রীদের নিরাপদেই বিমান থেকে নামানো সম্ভব হয়েছে বলে খবর।

এদিকে এয়ারলাইন্স প্রশাসনের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। এয়ার এশিয়ার ফ্লাইট নম্বর I5-319 বিমানটিতে ক্রু সদস্য (Crew Members) সহ মোট ১৮০ জন যাত্রী ছিলেন। লখনউ বিমানবন্দরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে দীর্ঘক্ষণ পর বিকল্প ব্যবস্থা করে বিমান সংস্থাটি। এদিকে বিমানে থাকা কয়েকজন যাত্রী দুর্ঘটনার ভিডিও ও ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

 

 

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...