Sunday, January 11, 2026

জেলেই মানিকের ‘সংসার’! 

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bharracharya)। এবার বাদ গেলেন না তাঁর স্ত্রী, পুত্রও। তাদের দুজনকেই জেলে পাঠাল আদালত। আগামী ৬ মার্চ পর্যন্ত দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে মানিকের কন্যা স্বাতী ভট্টাচার্য এবং তাঁর স্বামীর উপরেও। বাবা, মা, ছেলের গ্রেফতারির পর এবার মেয়ের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। বুধবার আদালতে জামিনের আর্জি জানিয়েও শেষরক্ষা হল না।

এদিন আদালত থেকে মানিকের স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুর সংশোধনাগারে (Alipore Correctional Home) এবং ছেলে সৌভিকের ঠিকানা প্রেসিডেন্সি জেল (Presidency Jail)। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকায় বুধবার আদালত সমন করেছিল শতরূপা ও সৌভিককে। আগেই তাঁরা আদালতে হাজিরা দিয়েছিলেন। কিন্তু আগের দিন না হওয়ায় বুধবার এই মামলার শুনানি হয়। তবে এদিন প্রথম থেকেই জামিনের বিরোধিতা করে ইডি (Enforcement Directorate)। বিচারপতিকে জানানো হয়, মানিকের স্ত্রী পুরো কেলেঙ্কারির বিষয় জানতেন।

তবে এদিন এই সব শুনে বিচারক এদিন ইডিকে প্রশ্ন করেন, এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন এতদিন গ্রেফতার করা হয়নি মানিকের স্ত্রী-পুত্রকে? তবে দু পক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রাখা হয়। পরে দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন মানিকের স্ত্রী, পুত্রের তরফে আইনজীবী আদালতে দাবি করেন, সমনের ভিত্তিতে তাঁরা নিজে থেকেই হাজিরা দিয়েছেন। গ্রেফতার করে তাঁদের আনতে হয়নি। ইডির তদন্তেও তাঁরা সহযোগিতা করেছেন। জামিনের জন্য যে কোনও শর্ত তাঁরা মানতে রাজি আছেন বলেও আদালতে জানান আইনজীবী। তবুও লাভের লাভ কিছুই হল না।

 

 

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...