চতুর্থ টেস্টেও নেই কামিন্স, দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ

চতুর্থ টেস্টে কামিন্সকে পাওয়া যাবে না একথা জানিয়ে দিলেও এখনই একদিনের সিরিজের অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

0
1

৯ মার্চ বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে খেলতে নামছে ভারতীয় দল। সেই ম‍্যাচেও নেই প‍্যাট কামিন্স। এদিন এমনটাই জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া। দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। চার ম‍্যাচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে ভারতীয় দল। তৃতীয় টেস্টে জয় পায় অস্ট্রেলিয়া।

পারিবারিক কারণে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন প্যাট কামিন্স। এই নিয়ে এদিন ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে,” চতুর্থ টেস্টেও কামিন্সকে পাচ্ছে না দল। স্মিথই অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব সামলাবেন। টেস্ট সিরিজের পরে তিন ম্যাচের এক দিনের সিরিজেও কামিন্সকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। টেস্টের পরে অস্ট্রেলিয়ার একদিনের দলেরও অধিনায়ক হয়েছেন তিনি।”

চতুর্থ টেস্টে কামিন্সকে পাওয়া যাবে না একথা জানিয়ে দিলেও এখনই একদিনের সিরিজের অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:প্রিমিয়ার লিগে গোলের বন‍্যা, ম‍্যানইউকে ৭-০ গোলে হারাল লিভারপুল