Thursday, November 6, 2025

নিয়োগ বাতিলের তালিকায় মেয়ের নাম! ফেঁসে গিয়ে কী সাফাই দিচ্ছেন বিজেপি নেতা?

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলার (Recruirment Scam) জট যত খুলছে, ততই উঠে আসছে নতুন নতুন তথ্য। আদালতের হস্তক্ষেপে সদ্য এসএসসি গ্রুপ-সি (Group C) নিয়োগ বাতিলের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় জ্বল জ্বল করছে বিজেপি নেতার মেয়ের (BJP Leader Daughter) নাম। প্রাক্তন বিজেপি বিধায়ক দুলাল বরের (Dulal Bar) কন্যা বৈশাখী বরের নাম রয়েছে গ্রুপ-সি নিয়োগ বাতিলের তালিকায়। গতকাল, শুক্রবার আদালতের নির্দেশে চাকরি বাতিলের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে ৪২৮ নম্বরে নাম দুলাল বরের মেয়ে বৈশাখীর (Baishakhi)। অভিযোগ, বিজেপি নেতার জামাইয়ের সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত চন্দন মণ্ডলের (Chandan Mondal) যোগাযোগ ছিল। সেই সুবাদেই চাকরি।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের একটি স্কুলে কর্মরত ছিলেন বিজেপি নেতা দুলাল বরের মেয়ে বৈশাখী।যদিও এ বিষয়ে মেয়ের শ্বশুর বাড়ির দিকেই আঙুল তুলেছেন বিজেপি নেতা। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের দাবি, তিনি কাউকে এক টাকাও কখনো দেননি। মেয়ের বিয়ের পরে কার সঙ্গে যোগাযোগ করেছে বা কিভাবে চাকরি পেয়েছে তা তিনি জানেন না। চন্দন মণ্ডলের সঙ্গে জামাইয়ের কোনও যোগাযোগ ছিল কি না তাও তিনি জানেন না বলেই দাবি।

দুলাল বরের কথায়, “পাঁচ-সাত বছর আগে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে৷ নদিয়ায় মেয়েকে বিয়ে দিয়েছিলাম৷ বারাকপুরে কোন একটি স্কুলে এসে চাকরি করে৷ কীভাবে চাকরি পেয়েছে তা মেয়েই বলতে পারবে৷ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ির প্রভাবই থাকে। আমি সারাজীবন কারও কাছ থেকে টাকা নিইনি কাওকে টাকা দিইওনি।”

তবে অভিযোগ, চন্দন মণ্ডকের সঙ্গে প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দুলাল বরের সরাসরি যোগাযোগ ছিল। বিজেপি নেতার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া ছিল চন্দনের। এখন ফেঁসে গিয়ে কিছু জানেন না বলে সাফাই গাইছেন বিজেপি নেতা।

 

 

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...