Thursday, November 6, 2025

‘সমর্থকদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসার জন‍্য,’ ফাইনালে পৌঁছে বললেন বাগান গোলরক্ষক

Date:

Share post:

সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে  টাইব্রেকারে জয় পায় এটিকে মোহনবাগান। আর এই জয়ের অন‍্যতম নায়ক হলেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। টাইব্রেকারে সিভেরিওর শট আটকে দেন তিনি। ম‍্যাচের সেরাও বিশাল। ইতিমধ্যেই বাগান সমর্থকদের নয়নের মণি তিনি। সোমবার যুবভারতীতে বিশাল কাইথের ছবি দেওয়া বিশাল ব্যানার ঝোলান সবুজ-মেরুন সমর্থকরা। নীচে লেখা ‘আওয়ার ফ্লাইং কাইট’ যার বাংলা মানে দাঁড়ায় ‘আমাদের উড়ন্ত ঘুড়ি!’ যা নজরে এসেছে বিশালেরও। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে বাগান গোলরক্ষক জানান এই ভালোবাসায় তিনি আপ্লুত।

সাংবাদিক সম্মেলনে বিশাল বলেন, এই ব্যানার আমিও দেখেছি। সমর্থকদের কাছে কৃতজ্ঞ।”

আইএসএল-এর সোনার গ্লাভসতো পেয়েছেন, সেমিফাইনালের দ্বিতীয় লেগে টাইব্রেকারের বাঁচিয়ে ম‍্যাচে সেরা। বাগান গোলরক্ষক তাঁর এই সাফল্যের জন‍্য কৃতিত্ব দিলেনন দলের গোলরক্ষক কোচকেও। এই নিয়ে বিশাল বলেন, “টাইব্রেকারের আগে দলের গোলকিপার কোচের সঙ্গে কথা বলি। উনি আমাকে অনেক সাহায্য করেছেন। উনি জানেন কোন ফুটবলারের কোন দিকে শট মারার প্রবণতা বেশি। ওঁর এই তথ্য আমাকে খুব সাহায্য করেছে। ওঁর জন্য আমার কাজটা আরও সহজ হয়ে যায়। তাই তাঁকে ধন্যবাদ।”

ফাইনালে ওঠার কৃতিত্ব দলের প্রত্যেক সদস্যকে দিলেন বাগান গোলরক্ষক। বিশাল বলেন,”মরশুমের মাঝখানে আমাদের সময় কিছুটা খারাপ গিয়েছিল। সব দলের ক্ষেত্রেই এটা হয়। কিন্তু আমরা যেভাবে দুঃসময় কাটিয়ে ফিরে এসেছি, তারজন্য পুরো দলেরই কৃতিত্ব রয়েছে। সবাই নিজেদের উজাড় করে দিয়েছে। সে জন্যই আজ এই জায়গায় আসা সম্ভব হয়েছে।”

আরও পড়ুন:সেমিফাইনাল জয়ের পরই ফাইনালের পরিকল্পনা শুরু বাগান কোচের

 

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...