Saturday, January 10, 2026

নজরে লোকসভা! অগ্নিবীরদের ক্ষতে প্রলেপ লাগাতে বড় ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

অগ্নিবীরদের (Agniveer) জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Central Home Affairs)। এবার থেকে সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স-এ (CISF) নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। পাশাপাশি বয়সসীমার ক্ষেত্রেও মিলবে ছাড়। সম্প্রতি এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে কিছুদিন আগেই বিএসএফ-এও (BSF) অগ্নিবীরদের জন্য একই ধরনের ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। উল্লেখ্য গত বছরের মাঝামাঝি সময়ে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছিল কেন্দ্র। আর তা নিয়েই দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। তবে অগ্নিবীরদের এমন সিদ্ধান্তের ফলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে প্রতিবাদের সেই আঁচ কিছুটা হলেও কমাতে এমন ঘোষণা কেন্দ্রের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এবার থেকে বয়সের ঊর্ধসীমার ক্ষেত্রেও মিলবে ছাড়। বয়সসীমায় এই ছাড় অগ্নিবীরদের প্রথম অথবা পরের ব্যাচগুলিতে দেওয়া হবে। ইতিমধ্যেই নতুন এই নিয়মের জন্য সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স-এর ১৯৬৮ সালের আইন সংশোধন করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে ১০ শতাংশ প্রাক্তন অগ্নিবীরদের জন্য CISF-এর নিয়োগে সংরক্ষণ দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নিয়ম অনুযায়ী, অগ্নিবীরের প্রথম ব্যাচে ৫ বছরের বয়সসীমায় ছাড় দেওয়া হবে। পরবর্তী ব্যাচগুলির জন্য থাকবে তিন বছর ছাড়ের সুবিধা। পাশাপাশি সিআইএসএফ-এ নিয়োগের ক্ষেত্রে শারীরিক পরীক্ষাও দিতে হবে না অগ্নিবীরদের। এই ক্ষেত্রে ফিজিক্যাল টেস্টেও ছাড় পাবেন অগ্নিবারীরা।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সেনা, নৌবাহিনী ও বায়ুসেনায় ১৭ থেকে ২১.৫ বছরের যুবকদের নিয়োগের জন্য গত বছর ১৪ জুন অগ্নিপথ যোজনা ঘোষণা করেছিল। এই প্রকল্পের অধীনে যুবকদের প্রথম চার বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর আওতায় সেনাবাহিনীতে যোগদানকারী সৈন্যরা অগ্নিবীর নামে পরিচিত হবেন।
কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে ১০ শতাংশ শূন্যপদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত সরকারি ঘোষণা অনুসারে, অগ্নিপথ প্রকল্পের অধীনে চার বছর সেনাবাহিনীতে চাকরি করার পরে প্রতিটি ব্যাচের ২৫ শতাংশ অগ্নিবীর ফের কাজের সুযোগ পাবেন। পাশাপাশি অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও আসাম রাইফেলসের (Assam Rifels) ১০ শতাংশ শূন্যপদ প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।

spot_img

Related articles

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...