Tuesday, November 11, 2025

নজরে লোকসভা! অগ্নিবীরদের ক্ষতে প্রলেপ লাগাতে বড় ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

অগ্নিবীরদের (Agniveer) জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Central Home Affairs)। এবার থেকে সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স-এ (CISF) নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। পাশাপাশি বয়সসীমার ক্ষেত্রেও মিলবে ছাড়। সম্প্রতি এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে কিছুদিন আগেই বিএসএফ-এও (BSF) অগ্নিবীরদের জন্য একই ধরনের ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। উল্লেখ্য গত বছরের মাঝামাঝি সময়ে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছিল কেন্দ্র। আর তা নিয়েই দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। তবে অগ্নিবীরদের এমন সিদ্ধান্তের ফলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে প্রতিবাদের সেই আঁচ কিছুটা হলেও কমাতে এমন ঘোষণা কেন্দ্রের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এবার থেকে বয়সের ঊর্ধসীমার ক্ষেত্রেও মিলবে ছাড়। বয়সসীমায় এই ছাড় অগ্নিবীরদের প্রথম অথবা পরের ব্যাচগুলিতে দেওয়া হবে। ইতিমধ্যেই নতুন এই নিয়মের জন্য সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স-এর ১৯৬৮ সালের আইন সংশোধন করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে ১০ শতাংশ প্রাক্তন অগ্নিবীরদের জন্য CISF-এর নিয়োগে সংরক্ষণ দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নিয়ম অনুযায়ী, অগ্নিবীরের প্রথম ব্যাচে ৫ বছরের বয়সসীমায় ছাড় দেওয়া হবে। পরবর্তী ব্যাচগুলির জন্য থাকবে তিন বছর ছাড়ের সুবিধা। পাশাপাশি সিআইএসএফ-এ নিয়োগের ক্ষেত্রে শারীরিক পরীক্ষাও দিতে হবে না অগ্নিবীরদের। এই ক্ষেত্রে ফিজিক্যাল টেস্টেও ছাড় পাবেন অগ্নিবারীরা।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সেনা, নৌবাহিনী ও বায়ুসেনায় ১৭ থেকে ২১.৫ বছরের যুবকদের নিয়োগের জন্য গত বছর ১৪ জুন অগ্নিপথ যোজনা ঘোষণা করেছিল। এই প্রকল্পের অধীনে যুবকদের প্রথম চার বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর আওতায় সেনাবাহিনীতে যোগদানকারী সৈন্যরা অগ্নিবীর নামে পরিচিত হবেন।
কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে ১০ শতাংশ শূন্যপদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত সরকারি ঘোষণা অনুসারে, অগ্নিপথ প্রকল্পের অধীনে চার বছর সেনাবাহিনীতে চাকরি করার পরে প্রতিটি ব্যাচের ২৫ শতাংশ অগ্নিবীর ফের কাজের সুযোগ পাবেন। পাশাপাশি অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও আসাম রাইফেলসের (Assam Rifels) ১০ শতাংশ শূন্যপদ প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।

spot_img

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...