পরপর দেউলিয়া হয়েছে প্রথম শ্রেণির দুটি মার্কিন ব্যাঙ্ক। এবার তারই আঁচ পড়ল ইউরোপেও। সুইজারল্যান্ডের বিখ্যাত ক্রেডিট সুইস ব্যাঙ্কও কিনতে চলেছে প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন ব্যাঙ্ক অফ সুইজারল্যান্ড। প্রাচীন এই ব্যাঙ্কটি ৩০০ কোটি ডলারের বিনিময়ে খুব শীঘ্রই বিক্রি হতে চলেছে। এ ঘটনা প্রকাশ্যে আসার পরপরই বিশ্বের নানা দেশের ব্যাঙ্ক থেকে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শীঘ্রই এই আর্থিক সংকট কেটে যাবে।
আরও পড়ুন:সিলিকন ভ্যালির পর মার্কিন মুলুকে ফের দেউলিয়া আরও এক ব্যাঙ্ক! মুখ থুবড়ে পড়ল সিগনেচার
জানা গিয়েছে, গত সপ্তাহে এক ধাক্কায় ক্রেডিট সুইস ব্যাঙ্কের এক চতুর্থাংশ শেয়ার পড়ে যায়। নিজেদের বাঁচাতে সরকারের কাছে বিপুল ঋণ নিতে আবেদন করে। তারপরেই ইউনিয়ন ব্যাঙ্কের তরফে জানানো হয়, ধুঁকতে থাকা সুইস ক্রেডিট ব্যাঙ্ক কিনে নিতে চায় তারা।যদিও পুরো ব্যাঙ্ক এখনই অধিগ্রহণ করা হবে না বলেই মত বিশেষজ্ঞমহলে। তবে, এর ফলে বহু মানুষ কর্মহারা হবেন বলেও আশঙ্কা করছেন ওয়াকিবহাল মহল।
সুইস ব্যাঙ্কের অধিগ্রহণের কথা প্রকাশ্যে আসার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের মতো দেশগুলির সরকারি ব্যাঙ্কগুলি যৌথ বিবৃতি জারি করে। মার্কিন ফেডেরাল রিজার্ভের তরফে জানানো হয়েছে, অতিমারীর পরে এমন আর্থিক দুরবস্থা দেখা যায়নি। কিন্তু কানাডা, জাপান-সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে হাত মিলিয়েছে মার্কিন ব্যাঙ্কগুলি। বাজারে যেন নগদের লেনদেন সচল থাকতে পারে, যৌথভাবে সেই চেষ্টা চলছে। এমনকি প্রয়োজনে ঋণ দেওয়ার দাবি করেছে ইউরোপীয় ব্যাঙ্কগুলি।
