Friday, December 26, 2025

অয়ন শীলের গ্রে.ফতারীর পরই ইডির স্ক্যানারে তাঁর বান্ধবী! কে এই রহস্যময়ী ?

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্তে উঠেপড়ে লেগেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীল গ্রেফতার হতেই এবার ইডির স্ক্যানারে তাঁর বান্ধবীর নাম। ইডি সূত্রে খবর,এখনও পর্যন্ত মোট ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অয়নের নামে। তার মধ্যে এই বান্ধবীর নামেও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। সেই বান্ধবীর নামও ইডির হাতে উঠে এসেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। তাঁর সঙ্গে ঠিক কত টাকার লেনদেন হয়েছিল, সেই অর্থের সঙ্গে এই দুর্নীতির যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে ইডি। তদন্তকারীরা মনে করছেন, এই বান্ধবীর সঙ্গেও অয়নের আর্থিক লেনদেনে চাকরির টাকা থাকতে পারে। কারণ, নিয়োগকাণ্ডে যে টাকার কমিশন, তার প্রায় ৪-৫ কোটি টাকা শুধু আত্মীয় পরিজন নয়, একের অধিক মহিলার অ্যাকাউন্টেও গিয়েছে। ইডির হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ইতিমধ্যেই ইডির হাতে। ওই বান্ধবী ছাড়াও আরও দুই মহিলার অ্যাকাউন্টের খোঁজ মিলেছে।

আরও পড়ুন:বাজেট অধিবেশনে প্রথমবার বক্তৃতাতেই পুরসভার নজর কাড়লেন অয়ন, ঠুকলেন সজলকেও

শনিবার রাত থেকে রবিবার গভীর রাত পর্যন্ত অয়ন শীলের সল্টলেকের ভাড়া বাড়িতে তল্লাশি চালায় ইডি। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপরই গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। সোমবার তাঁকে আদালতে তোলা হলে ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

ইডি সূত্রে খবর-

  • অয়ন শীলের নামে আছে ৮টি অ্যাকাউন্ট রয়েছে।
    যৌথ অ্যাকাউন্ট আছে ২টি
  • তিনজন মহিলার নামে রয়েছে ৫টি অ্যাকাউন্ট। যার মধ্যে আবার অয়ন শীলের সঙ্গে যৌথ দু’টি অ্যাকাউন্ট রয়েছে।
  • অয়ন শীল ছাড়াও দু’জন পুরুষের নামে ২টি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে।
  • অয়ন শীলের কোম্পানির নামেও ২টি অ্যাকাউন্ট রয়েছে।
  • সার্ভিস স্টেশনের নামে ৩টি অ্যাকাউন্ট
    ৯টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। কিন্তু কার নামে, তার খতিয়ে দেখছে ইডি।
  • এছাড়াও একটি চেক বুক পাওয়া গেছে।

 

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...