Monday, August 25, 2025

পাঁচ বছরে চাকরি ছেড়েছেন ৫০ হাজার CAPF কর্মী !

Date:

Share post:

সংসদীয় প্যানেলে প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) নয়া রিপোর্ট ঘিরে বাড়ছে জল্পনা। গত ৫ বছরে প্রায় ৫০০০০ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ( CAPF)কর্মী চাকরি ছেড়েছেন বলে জানান হয়েছে। গত ১৭ মার্চ রাজ্যসভায় পেশ করা এমএইচ-এর অনুদানের প্রতিবেদনের ভিত্তিতে সংসদীয় কমিটি গত পাঁচ বছরে আত্মহত্যা এবং নিখোঁজ অ্যাকশন (এমআইএ) সহ CAPF-ভিত্তিক অ্যাট্রিশন সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। সেখানেই জানা গেছে যে ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে ৬৫৪ জন CAPF কর্মী আত্মহত্যা করেছেন। এই হার সবচেয়ে বেশি দেখা গেছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এর ক্ষেত্রে। এই ঘটনা সবচেয়ে কম ন্যাশনাল সিকিউরিটি গার্ডে (NSG)।

স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ২০২২ সালে প্রায় ১১ হাজার ৮৮৪ জন কর্মী কাজ ছেড়ে দেন। সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই সবথেকে বড় পরিসংখ্যান বলে মনে করা হচ্ছে। ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে বিগত পাঁচ বছরে CAPF-এ এই অবক্ষয়ের সংখ্যা ছিল ৫০ হাজার ১৫৫। সবচেয়ে বেশি সংখ্যায় কাজ ছেড়েছেন BSF, CRPF কর্মীরা। সর্বনিম্ন অ্যাট্রিশন হল SSB-তে। ২০২১ এবং ২০২২ সালের মধ্যে আসাম রাইফেলস-এ এই ক্ষতি ১২৩ থেকে বেড়ে হল ৫৩৭। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ছেড়ে আসা কর্মী সংখ্যাও ছাড়িয়েছে দেড় হাজারের গণ্ডি। কমিটির তরফ থেকে বলা হয়েছে যে ক্ষতি CAPF-তে কাজের পরিস্থিতি প্রভাবিত হতে পারে। কর্মীদের বাহিনীতে রাখার জন্য নানা ধরণের অনুপ্রেরণামূলক পদক্ষেপ করার চিন্তা চলছে বলেই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। সেক্ষেত্রে কাজের অবস্থার উল্লেখযোগ্যভাবে উন্নতি করার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...