Tuesday, January 13, 2026

কেমব্রিজে বি.তর্কিত মন্তব্যের জের! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ আদালতের

Date:

Share post:

লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে (Cambridge University) ‘ভারতীয় গণতন্ত্র’ (Indian Democracy) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর কংগ্রেস নেতার এমন মন্তব্যের পর থেকেই তাঁর উপর লাগাতার আক্রমণ শানাচ্ছেন বিজেপির উচ্চপদস্থ নেতা কর্মীরা। আর সেই পথে হেঁটেছিলেন বিজেপির কাশু ইউনিটের (Kashu Unit) লিগ্যাল সেলের আহ্বায়ক (Legal Cell Convenor) শশাঙ্ক শেখর ত্রিপাঠী (Shashank Shekhar Tripathi)। আর বুধবার রাহুলের বিরুদ্ধে সেই দায়ের করা মামলা খারিজ করে দিল বারাণসীর একটি আদালত (Varanasi Court)। বিজেপির শশাঙ্কের অভিযোগ, রাহুলের মন্তব্য ভারতের ঐক্যের জন্য চরম ক্ষতিকর। আর সেকারণেই তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালতে সোনিয়া তনয়ের বিরুদ্ধে মামলা (FIR) দায়ের করেন কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দিল।

উল্লেখ্য, গত ১৫ মার্চ বিজেপির কাশু ইউনিটের আইনি সেলের আহ্বায়ক শশাঙ্ক শেখর ত্রিপাঠি রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তিনি সাফ জানান, কেমব্রিজে রাহুল গান্ধীর ভারত বিরোধী বক্তৃতার জন্য অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক। তাঁর অভিযোগ, রাহুল তাঁর বক্তৃতার সময় বলেছিলেন ভারতে মুসলিম এবং শিখদের মতো সংখ্যালঘুদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করা হয়। এরপরই রাহুল বলেন, ভারতে গণতন্ত্র শেষ হয়ে গেছে… পাল্টা শশাঙ্ক শেখর ত্রিপাঠী জানান, আমি জানিয়েছিলাম রাহুলের কুমন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলা করা উচিত।

তবে বুধবার বারাণসীর বিশেষ আদালত বিজেপির লিগ্যাল সেলের আহ্বায়কের আবেদন খারিজ করে দেয়। আদালত সাফ জানিয়ে দিয়েছে, রাহুল গান্ধীর মন্তব্য কোনওভাবেই স্বাধীনতার সীমা অতিক্রম করেনি। সম্প্রতিই লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাহুল গান্ধী, সেখানেই তিনি ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন। রাহুলের এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির তরফে দাবি করা হয়েছে, এই মন্তব্য করে দেশের সংসদ, গণতন্ত্র ও প্রতিষ্ঠানকেই অপমান করেছেন কংগ্রেস নেতা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নাম না করেই রাহুল গান্ধীর সমালোচনা করেন এই মন্তব্যের প্রেক্ষিতে। এবার রাহুলের সংসদে সদস্যপদ খারিজ করার জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি।

 

 

spot_img

Related articles

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...

কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে! পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি

পথকুকুর মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে...

প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই: ৯-০ করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের

কোচবিহারে বিগত কয়েকটি নির্বাচনে জিতেছে বিজেপি। এখনও ৯টি আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূল, ৬টিতে বিজেপি বিধায়ক রয়েছেন। ছাব্বিশের...

পলাশ-পর্ব অতীত, সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে স্মৃতির ফ্যাশনিস্তা ছবি 

২০২৫ সালটা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) জীবনে চির স্মরণীয় হয়ে থেকে যাবে। তিনি হয়তো চাইলেও কোনদিন এই বছরটাকে...