একের পর এক দুর্নীতিতে নাম উঠে আসছে দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। যা নিয়ে বরাবরই সরব শাসক তৃণমূলের নেতানেত্রীরা। নারদা-সরদার পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠেছে বিরোধী দলনেতার। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

এবার নতুন করে বিপাকে পড়লেন শুভেন্দু অধিকারী। গতকাল, বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু মুখ ফসকে বলে ফেলেন, “নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ আর নেই।” এবার তাঁর সেইবক্তব্যেকেই হাতিয়ার করল শাসক দল।

“নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।”
প্রমাণিত! নিজের মুখেই। তাহলে গ্রেপ্তার নয় কেন? CBI কী করছে? এটা নিরপেক্ষতা?
আর সারদা?
মালিকের কোর্টে লিখিত বয়ান। তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ।
সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে।
CBI ধরবে না জেনেই এই মেকি বীরত্ব। pic.twitter.com/FCBaPuTaNT— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 24, 2023
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ
শুক্রবার টুইট করে ফের খোঁচা দেন শুভেন্দুকে। টুইটে কুণাল লেখেন, “প্রমাণিত! নিজের মুখেই। তাহলে গ্রেফতার নয় কেন? CBI কী করছে? এটা নিরপেক্ষতা? আর সারদা? মালিকের কোর্টে লিখিত বয়ান। তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ। সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে। CBI ধরবে না জেনেই এই মেকি বীরত্ব।”
