Sunday, August 24, 2025

ত্রিপুরা বিধানসভায় কী কাণ্ড ! অশা*লীন ছবিতে মজে বিজেপি বিধায়ক

Date:

Share post:

বিধানসভায় বিড়ম্বনা, মুঠোফোনে মন ডুবেছে বিধায়কের। তবে নজরে নীল ছবি। এবার ভাইরাল বিজেপির যাদবলাল (Yadavlal Nath)। রামনবমীতে বিজেপি বিধায়কের (BJP MLA) এহেন কাণ্ড প্রকাশ্যে আসতেই ছি ছি পড়ে গেছে। ত্রিপুরা বিধানসভায় (Tripura Assembly) বসে নীল ছবিতে মগ্ন বিজেপি বিধায়ক। এই দৃশ্য লেন্সবন্দি হতে বেশি সময় নেয়নি। ত্রিপুরার বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ (Yadavlal Nath) যেভাবে অধিবেশন কক্ষে পর্ন ছবি দেখতে ব্যস্ত তাতে সুস্থ সংস্কৃতির বুলি আওড়ানো পদ্ম শিবিরের নেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিধানসভা অধিবেশন কক্ষে রাজ্যের বড় বড় সিদ্ধান্ত গৃহীত হয়। অথচ সেখানে চূড়ান্ত ক্যাজুয়াল বিজেপি বিধায়ক ! শুধু তাই নয় একমনে ফোনের দিকে চোখ আটকে গেছে তাঁর। কারণ কী? ত্রিপুরার বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ তখন নীল ছবি দেখতে ব্যস্ত। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। এই নিয়ে অভিযুক্ত বিধায়কের কোনও মন্তব্য না পাওয়া গেলেও সূত্রের খবর বিজেপির উপর মহল থেকে তাঁর কাছে জবাবদিহিচাওয়া হয়েছে।

উল্লেখ্য আগে সিপিএম দলের সক্রিয় কর্মী হলেও ২০১৮ সালে যাদবলাল বিজেপিতে যোগ দেন। যদিও সেবারে লাল দলের বিরুদ্ধে জয়লাভ করতে পারেননি বিজেপির এই ‘লাল’। তবে ২০২৩-এর বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে বাগবাসা থেকে জয়লাভ করেন তিনি। বিধানসভায় নীল ছবি দেখার অভিযোগ বিজেপি বিধায়কদের ক্ষেত্রে আগেও ঘটেছে।২০১২ সালে কর্নাটকের বিজেপি সরকারের দুই মন্ত্রী তর্কবিতর্কে অংশ নেওয়ার কাজ না করে নীলছবি দেখতে গিয়ে ধরা পড়েন। তখন অভিযুক্ত মন্ত্রী লক্ষ্মণ সাভাদি দাবি করেছিলেন, মনোরঞ্জন নয় বরং তিনি শিক্ষা সংক্রান্ত কারণে ওই ভিডিয়ো দেখছিলেন। তাঁর জুড়িদার ছিলেন সিসি পাটিল। এবার কাঠগড়ায় যাদবলাল। এখন ভারতীয় জনতা পার্টি কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

 

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...