Saturday, August 23, 2025

হুগলিতে ‘সম্প্রীতির মহামিছিল’! পদযাত্রায় সামিল ১০ বামপন্থী দল  

Date:

Share post:

রামনবমীর (Ramnavami) মিছিলকে কেন্দ্র করে গেরুয়া বাহিনীর তাণ্ডবে শিবপুর (Shibpur), রিষড়া (Rishra) সহ রাজ্যের বেশকিছু জায়গায় অশান্তির পরিপ্রেক্ষিতে পথে নামল বামফ্রন্ট (Left Front)। রবিবার ধর্মীয় বিভাজনের বিরোধিতা ও সম্প্রীতির ডাকে মিছিলের আয়োজন করা হয়। এদিন হুগলির (Hoogly) কোন্নগর বাটা মোড় থেকে উত্তরপাড়ার গৌরী সিনেমা  হল পর্যন্ত ‘সম্প্রীতির মহামিছিল’-র ডাক দেয় রাজ্যের ১০ বামপন্থী দল। এদিনের মিছিলে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim), রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচাৰ্য, হুগলির সম্পাদক দেবব্রত ঘোষ সহ বামপন্থী দলগুলির রাজ্য ও জেলা নেতৃত্ব।

এদিন সম্প্রীতির আহ্বান জানিয়েই হুগলির কোন্নগর থেকে বামেদের পদযাত্রা শুরু হয়। সোমবার এই পদযাত্রা হবে হাওড়ায়। তবে এদিন বামফ্রন্টের বাইরেও সিপিআই (ML) লিবারেশন, এসইউসি-র মতো বাম দলগুলিও পদযাত্রায় সামিল হয়। পদযাত্রা শেষে বামফ্রন্টের তরফে জানানো হয় রাজ্যে সম্প্রীতির পরিবেশ রক্ষা করা এখন অত্যন্ত জরুরি। এই পরিপ্রেক্ষিতে বামপন্থী দলগুলোর উদ্যোগে শান্তি ও সম্প্রীতি মিছিল সংগঠিত হচ্ছে। সমস্ত স্তরের মানুষকে পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

তবে বামদের এই মিছিলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রামের নামে রাজ্যে যে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি তার খেসারত দিতেই কী এবার পথে নামল বামেরা? কারণ সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে রাম-বাম অশুভ আঁতাত। মুখে স্বীকার না করলেও বিজেপির হাত ধরেই রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বামেরা। আর সামনেই লোকসভা নির্বাচন, সেকারণে যেভাবেই হোক রাজ্যের মানুষকে ‘সহানুভূতি’ দেখিয়ে ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টায় লাল শিবির। কিন্তু আদৌ এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে বা মানুষের কাছে ঠিক কতটা গ্রহণযোগ্য হবে তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।

 

 

 

 

spot_img

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...