Sunday, August 24, 2025

এবার প্রাক্তন রাজ্যপালকে তলব সিবিআইয়ের!

Date:

Share post:

সত্য পাল মালিক কে মনে আছে? জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল ঠোঁট কাটা বলেই রাজনৈতিক মহলে বিশেষ পরিচিত।এবার সেই সত্য পাল মালিক রীতিমতো বিপাকে । অন্য চারটি রাজ্যের জন্য বিজেপি-নিযুক্ত রাজ্যপাল সত্য পাল মালিককে ডেকে পাঠিয়েছে সিবিআই। সত্য পাল নিজেই টুইট করে একথা জানিয়েছেন। লিখেছেন, ‘আমি কিছু মানুষের অপকর্ম ফাঁস করে দিয়েছি। হয়তো সেকারণেই ডাক এল। আমি ভয় পাই না’।

মনে করা হচ্ছে কিছুদিন আগে তার দেওয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকারই সিবিআই তলবের প্রধান কারণ। ওই সাক্ষাৎকারে তিনি জাতীয় সুরক্ষা এবং দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যবহার করা পদ্ধতির বিষয়ে অনেকগুলি তথ্য প্রকাশ করেছিলেন।সিবিআই ২৮ এপ্রিল তাঁকে ডেকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, দিল্লিতে সিবিআইয়ের অফিসে নির্দিষ্ট সমযয়েই তিনি যাবেন।

জানা গিয়েছে , রিলায়েন্স ইন্স্যুরেন্স ইস্যুতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ উঠেছে , এই স্কিমটি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন পাস করার জন্য তাঁকে চাপ দিয়েছিলেন আরএসএস এবং বিজেপি নেতা রাম মাধব। কিন্তু মালিক সেটি বাতিল করেছিলেন।

চলতি মাসের ১৪ তারিখ একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন মালিক। যেখানে তিনি বিশেষভাবে এই চুক্তির কথা বলেছিলেন। মালিক বলেছেন, ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা রাম মাধব, তৎকালীন জম্মু ও কাশ্মীরের গভর্নরের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছিলেন রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রস্তাবিত একটি প্রকল্প পাস করার চেষ্টা করার জন্য। মালিক তখন স্পষ্ট জানিয়ে দেন যে স্কিমটি বাতিল করা হয়েছে এবং কাগজপত্রের কাজ শেষ হয়েছে। মালিক জানিয়েছেন, এই ঘটনায় মাধব হতাশ হয়ে পড়েছিলেন।
শুধুমাত্র এই সাক্ষাৎকারেই নয়, এর আগেও অন্য একটি সাক্ষাৎকারে মালিক এই ঘটনাটির কথা উল্লেখ করেছিলেন। সেটি প্রচার হওয়ার পর রাম মাধব মালিককে মানহানির নোটিশও পাঠান। এবার সিবিআই ডেকে পাঠানোয় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...