Wednesday, January 14, 2026

এবার প্রাক্তন রাজ্যপালকে তলব সিবিআইয়ের!

Date:

Share post:

সত্য পাল মালিক কে মনে আছে? জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল ঠোঁট কাটা বলেই রাজনৈতিক মহলে বিশেষ পরিচিত।এবার সেই সত্য পাল মালিক রীতিমতো বিপাকে । অন্য চারটি রাজ্যের জন্য বিজেপি-নিযুক্ত রাজ্যপাল সত্য পাল মালিককে ডেকে পাঠিয়েছে সিবিআই। সত্য পাল নিজেই টুইট করে একথা জানিয়েছেন। লিখেছেন, ‘আমি কিছু মানুষের অপকর্ম ফাঁস করে দিয়েছি। হয়তো সেকারণেই ডাক এল। আমি ভয় পাই না’।

মনে করা হচ্ছে কিছুদিন আগে তার দেওয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকারই সিবিআই তলবের প্রধান কারণ। ওই সাক্ষাৎকারে তিনি জাতীয় সুরক্ষা এবং দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যবহার করা পদ্ধতির বিষয়ে অনেকগুলি তথ্য প্রকাশ করেছিলেন।সিবিআই ২৮ এপ্রিল তাঁকে ডেকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, দিল্লিতে সিবিআইয়ের অফিসে নির্দিষ্ট সমযয়েই তিনি যাবেন।

জানা গিয়েছে , রিলায়েন্স ইন্স্যুরেন্স ইস্যুতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ উঠেছে , এই স্কিমটি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন পাস করার জন্য তাঁকে চাপ দিয়েছিলেন আরএসএস এবং বিজেপি নেতা রাম মাধব। কিন্তু মালিক সেটি বাতিল করেছিলেন।

চলতি মাসের ১৪ তারিখ একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন মালিক। যেখানে তিনি বিশেষভাবে এই চুক্তির কথা বলেছিলেন। মালিক বলেছেন, ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা রাম মাধব, তৎকালীন জম্মু ও কাশ্মীরের গভর্নরের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছিলেন রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রস্তাবিত একটি প্রকল্প পাস করার চেষ্টা করার জন্য। মালিক তখন স্পষ্ট জানিয়ে দেন যে স্কিমটি বাতিল করা হয়েছে এবং কাগজপত্রের কাজ শেষ হয়েছে। মালিক জানিয়েছেন, এই ঘটনায় মাধব হতাশ হয়ে পড়েছিলেন।
শুধুমাত্র এই সাক্ষাৎকারেই নয়, এর আগেও অন্য একটি সাক্ষাৎকারে মালিক এই ঘটনাটির কথা উল্লেখ করেছিলেন। সেটি প্রচার হওয়ার পর রাম মাধব মালিককে মানহানির নোটিশও পাঠান। এবার সিবিআই ডেকে পাঠানোয় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

 

spot_img

Related articles

বাংলাদেশে নির্বাচন-গণভোট চায় না আওয়ামী লিগ! আটকানোর রূপরেখা নির্ধারণে নেতৃত্ব

২০২৪-এর আগাস্টের পর থেকে তদারকি সরকার চলছে বাংলাদেশে (Bangladesh)। সেই সরকারের প্রধান মহম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে বলেছিলেন ৩...

অপরিকল্পিত SIR-এর কুশীলব সীমা খান্নাকে আবেদন বাংলার কন্যার! পোস্ট অরূপের

একটি ফেসবুক পোস্ট, একটি আবেদন। বাংলার বহু মানুষের মনের কথা। এসআইআর(SIR) পর্বে যে হয়রানি চলছে বাংলাজুড়ে, সে কথাই...

SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত, শুনানিতে হাজির হয়ে প্রবীণদের ছাড় দেওয়ার দাবি দেবের

লজিকাল ডিস্ক্রিপেন্সির নামে এসআইআর হিয়ারিং-এ কেন ডাকা হচ্ছে, কেন হয়রান করা হচ্ছে সেটা কি কেউ বুঝতে পারছে না,...

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...