Monday, August 25, 2025

শেষশ্রদ্ধা: মাও হা.মলায় শহিদ জওয়ানদের কফিন কাঁধে নিলেন মুখ্যমন্ত্রী বাঘেল

Date:

Share post:

দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় শহিদ হয়েছে ১০ জওয়ান ও এক সাধারণ নাগরিক। বৃহস্পতিবার তাদের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি মৃত এক জওয়ানের কফিনে কাঁধও দিলেন তিনি। একই সঙ্গে মাওবাদীদের বিরুদ্ধে কড়া অবস্থানে বার্তা দিয়ে জানালেন, জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না।

বৃহস্পতিবার দান্তেওয়াড়া(Dantewada) কারলি এলাকায় পুলিশকর্মীদের(police) শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল(Bhupesh Baghel)। সেখানে তিনি বলেন, “জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না। মাও-বিরোধী অভিযানের তীব্রতা আরও বৃদ্ধি পাবে।” এখানেই এক পুলিশ জওয়ানের মৃতদেহ ভরা কফিন নিজের কাঁধে তুলে নেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জানানোর পর পুলিশকর্মীদের দেহ পাঠিয়ে দেওয়া হয় তাঁদের বাড়িতে। বাঘেল মৃতদের পরিজনদের সঙ্গেও কথা বলেন, সমবেদনা জানিয়ে বলেন, “সরকারের তরফ থেকে সমস্ত সহায়তা করা হবে। কোনও সমস্যা হলেই সরাসরি আমার কার্যালয়ে যোগাযোগ করবেন। কোনও সমস্যা হবে না।”

পাশাপাশি সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে বাঘেল বলেন, মাওবাদী দমন অভিযানে আরও তীব্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়া হবে। তিনি বলেন, ‘‘মাওবাদীদের ঘরে ঢুকে আমাদের জওয়ানরা কঠিন লড়াই করছেন। গত ৪ বছরে মাওবাদীদের ঘাঁটি এলাকায় আমাদের ৭৫টি শিবির করা হয়েছে। আগে বাইরে শিবির করা সম্ভব হত। এখন একেবারে ঘরে ঢুকে পড়েছি।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘সরকারের উপর মানুষের বিশ্বাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মাওবাদীরা ইতিমধ্যেই ব্যাকফুটে চলে গিয়েছে। মাওবাদীরা কোণঠাসা অবস্থায় প্রত্যাঘাত করতে মরিয়া হয়ে উঠেছে। এই বিস্ফোরণের ঘটনা তারই বহিঃপ্রকাশ। কিন্তু জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না।’’

spot_img

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...