Saturday, August 23, 2025

আইসিসির টেস্ট ক্রমতালিকায় অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে ভারত

Date:

Share post:

আর কয়েক সপ্তাহ পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর সেই ফাইনালে নামার আগেই খুশির খবর ভারতীয় দলে। আইসিসির টেস্ট ক্রমতালিকায় অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে রোহিত শর্মা, বিরাট কোহলিরা।তথ্য বলছে, ১৫ মাস পরে অস্ট্রেলিয়াকে সিংহাসন থেকে সরাল ভারত।এর আগে ১২২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে ছিল অস্ট্রেলিয়া।১১৯ পয়েন্ট ছিল ভারতের। নতুন যে ক্রমতালিকা ২০২০ সালের মে মাসের পর থেকে হওয়া সিরিজের পরিসংখ্যান অনুযায়ী হিসাব করা হয়েছে। সেই কারণে ২০২১-২২ মরসুমে পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ফলে অস্ট্রেলিয়ার জয়ের কোনও পয়েন্ট অজিরা পায়নি।সেই কারণে তাদের পয়েন্ট কমে হয়েছে ১১৬। অন্য দিকে ভারতের পয়েন্ট বেড়ে হয়েছে ১২১।

নতুন যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১১৪। চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০৪। পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড,তাদের পয়েন্ট ১০০।

আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ভারত দ্বিতীয় বারের জন্য ফাইনাল খেলছে। গতবারের হারের ধাক্কা ভুলে এ বার জিততে মরিয়া রোহিত, কোহলিরা। অন্য দিকে এ বারই প্রথম ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবেন প্যাট কামিন্সরাও।

কিন্তু রাতারাতি রেটিং পয়েন্টে এই বিরাট পরিবর্তন হল কী করে? আসলে বার্ষিক র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে মূলত মে ২০২০ থেকে মে ২০২২ পর্যন্ত যে যে সিরিজ সম্পূর্ণ হয়েছে, সেই সেই সিরিজকে রেটিং পয়েন্টের মধ্যে অর্ধেক হিসাবে ধরা হয়েছে। ২০২০ সালের আগের সব সিরিজ হিসাবের বাইরে চলে গিয়েছে। ফলে ২০১৯-২০ সার্কেলে অজিদের দুটি সিরিজ ধর্তব্যের মধ্যে আসেনি। সেকারণেই অস্ট্রেলিয়ার এই বিরাট অবনমন বলে জানা গিয়েছে।

 

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...