Thursday, August 21, 2025

কন্ট্রোল রুমে ফোন, নবান্নের উদ্যোগে অ.শান্ত মণিপুর থেকে ঘরে ফিরল বাংলার ১৮ পড়ুয়া

Date:

Share post:

অশান্ত মণিপুরে (Manipur) জ্বলছে হিংসার আগুন। চলছে মৃত্যু মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীকেও। বিজেপি (BJP) শাসিত উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি নিয়ে শুরু থেকেই উদ্বিগ্ন ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুরে কাজে যাওয়া শ্রমিক হোক কিংবা পড়তে যাওয়া পড়ুয়া, তড়িঘড়ি তাঁদের বাংলায় ফেরানোর জন্য তৎপর ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে কন্ট্রোল রুম (Control Room) খোলা হয়েছিল নবান্নে (Nabanna)। সাহায্যের জন্য ফোন আসে সেই কন্ট্রোল রুলে। তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় নবান্ন। রাজ্যের উদ্যোগ্যে অগ্নিগর্ভ মণিপুর থেকে এবার নিরাপদে ঘরে ফিরলেন এরাজ্যের ১৮ জন পড়ুয়া (Student)।

বাংলা থেকে যাওয়া ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়ারা মণিপুরের হিংসা-অশান্তির ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছিলেন। জানা গিয়েছে, তাঁরা বিএসসি, এমএসসি এবং পিএইচডি-র ছাত্রছাত্রী। মণিপুরের বর্তমান পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত মনে করছিলেন না তাঁরা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নবান্নে কন্ট্রোল রুমে বিষয়টি জানাতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় রাজ্য সরকার। আজ, সোমবার সকালেই রাজ্যে ফেরানো হল পড়ুয়াদের। সকাল ১০টা ১৫মিনিট নাগাদ তাঁরা শহরে পা রাখেন। শুধু ইম্ফল থেকে বিমানে কলকাতায় ফেরানোই নয়, দমদম বিমানবন্দর থেকে পড়ুয়াফের ঘরে ফেরানোর ব্যবস্থাও করেছে রাজ্য প্রশাসন।

গোটা বিষয়টি ছবি সহ টুইট করে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটে (Twitter) আরও জানান, শুধু পড়ুয়া নয়, মণিপুরে আটকে পড়া এরাজ্যের অন্যান্য জীবিকার মানুষদেরও নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যে কোনও জায়গায় নিরাপত্তাহীনতায় থাকা রাজ্যবাসীকে সবরকমভাবে সাহায্য করবে রাজ্য সরকার।

উল্লেখ্য, সম্প্রতি দুই জনজাতির গোষ্ঠী সংঘাতে অশান্ত মণিপুর। জ্বলছে অশান্তির আগুন। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যের হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। গৃহযুদ্ধ থামাতে জারি হয়েছে কারফিউ। বন্ধ ইন্টারনেট। নামাতে হয়েছে সেনা।

 

 

 

spot_img

Related articles

এক মলাটে কলকাতার দুর্গোৎসবের চার শতকের ইতিহাস

বাংলায় দুর্গাপুজোর সূচনা ১৬০৬ সালে রাজা কংস নারায়ণের হাত ধরে। পরে ১৮৩২ সালে কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় সর্বজনীন...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...