Saturday, November 15, 2025

চাপ বাড়ল খাড়গের!দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠকে ডাক পড়লেও যাবেন কী শিবকুমার?

Date:

Share post:

সিদ্ধারামাইয়াই  কি আরও এক বার কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন? না কি এ বার মুখ্যমন্ত্রিত্বে নতুন মুখ আনবে কংগ্রেস? এই জল্পনার মাঝেই সোমবার সিদ্ধারামাইয়া এবং ডি কে শিবকুমারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে, সোমবার ডি কে শিবকুমার জানিয়েছেন, আজ দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠকে হাজির থাকতে পারছেন কিনা তা এখনও ভেবে দেখেনি তিনি।

আরও পড়ুন:অভিজ্ঞ সিদ্ধারামাইয়া নাকি “কংগ্রেসম্যান” শিবকুমার, কন্নড়ভূমে কার মাথায় উঠবে মুখ্যমন্ত্রীর মুকুট?
সোমবার দিল্লিতে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে থাকবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীর মতো কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।প্রথমটাই সব ঠিক থাকলেও শেষ মূহুর্তে ডি কে শিবকুমার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি জানান আজ দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না তিনি। আজ তাঁর জন্মদিন। ৬১ তে পা দিলেন শিবকুমার। তাই দিল্লিতে তিনি থাকবেন কিনা, তা স্পষ্ট করে জানাননি তিনি।
কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা, বৈঠক চললেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খাড়গেই। ফলে শিবকুমারের এই সিদ্ধান্তে খাড়গের ওপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। সোমবারের বৈঠকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। কিন্তু সেই বৈঠকে শিবকুমার না থাকলে বৈঠক কতটা সফল হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...