Monday, November 10, 2025

আজাদ হিন্দের ইতিহাস সংক্রান্ত বই প্রকাশে কেন্দ্রের আপত্তি নেই: ইঙ্গিত আদালতের

Date:

Share post:

আজাদ হিন্দ বাহিনীর (Azad Hind) ইতিহাস সম্পর্কিত বই প্রকাশ করতে কোনও আপত্তি নেই কেন্দ্রীয় প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের(SukhenduShekhar Roy) দায়ের করা জনস্বার্থ মামলায় আদালতকে এমনটাই জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি এটাও জানানো হয়েছে গোটা বিষয়টি এখন প্রধানমন্ত্রীর দফতরের বিচারাধীন। আগামী ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দিল্লি হাইকোর্ট(Delhi Highcourt)।

ঘটনার সূত্রপাত ১৯৪৮-৪৯ সাল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস সংক্রান্ত গবেষণার দায়িত্ব দেওয়া হয় ঐতিহাসিক প্রতুল গুপ্তকে। তবে দীর্ঘ ৭৫ বছর পেরিয়ে গেলেও সেই ঐতিহাসিক গবেষণার পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করা হয়নি। যার জেরে ২০০৮ সালে নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষ তথ্য জানার অধিকার আইনে পাণ্ডুলিপিটির প্রতিলিপি দাবি করলে তৎকালীন কংগ্রেস সরকার তা নাকচ করে দেয়। এর দুই বছর পর ২০১০ আসলে কেন্দ্রকে এই বই মুদ্রণের নির্দেশ দেয় তথ্য কমিশনার। যে নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। যদিও আদালত কমিসনারের নির্দেশই বহাল রাখে। আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় তৎকালীন মনমোহন সিংয়ের সরকার। আদালতে কংগ্রেস সরকার যখন দফায় দফায় ধাক্কা খাচ্ছে ঠিক সেই সময় একটি সুত্র মারফৎ জানা যায় এই বই প্রকাশ হলে আন্তর্জাতিক সম্পরকে এর কোনও প্রভাব পড়বে না।

এদিকে বিদেশমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এই বইয়ের ১৮৬ থেকে ১৯১ পৃষ্টায় স্পষ্ট ভাবে জানানো হয়েছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির। তিনি দুর্ঘটনার পর অন্য কোথাও চলে যান। আগামী ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে নেতাজি মামলায় আদালত কী রায় দেয় সেদিকেই নজর থাকবে গোটা দেশের।

spot_img

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...