Wednesday, August 20, 2025

দলের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ইমরানকে কড়া বার্তা পাক প্রেসিডেন্টের

Date:

Share post:

সরকারি সম্পত্তি ভাংচুর থেকে সেনাবাহিনীর উপর হামলা, গত কয়েকদিনে ইমরান খানের(Imran Khan) সমর্থকদের কর্মকাণ্ড সারা বিশ্বে নিন্দার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে ইমরানকে নিজের দলীয় সমর্থকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি(Arif Alvi)। পাশাপাশি জানা যাচ্ছে শুক্রবার ফের ইমরান খানের বাড়িতে তল্লাশি চালাতে পারে লাহোর পুলিশ।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে পাকিস্তানের(Pakistan) প্রেসিডেন্ট বলেন, “সেনার দপ্তর সরকারি সম্পত্তির উপর আক্রমণের শুধু নিন্দা করলেই চলবে না। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করতে হবে। এমন অশোভন ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তা নিশ্চিত করতে হবে।” নিজের বক্তব্যে পাক প্রেসিডেন্ট ইমরানের নাম উচ্চারণ না করলেও তার নিশানা যে প্রাক্তন প্রধানমন্ত্রী তা বেশ স্পষ্ট। কারণ গত ৯ মে ইমরানের দলকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান সরকার। নিজের সাক্ষাৎকারে পাকিস্তানের রাষ্ট্রপতি আরো বলেন, “দেশব্যাপী হিংসার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে অভিযুক্তদের মানবাধিকারের কথাও মাথায় দেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”

উল্লেখ্য, ইমরানের গ্রেফতারির পর দেশ জুড়ে হিংসায় সরব হয়ে উঠেছিল পিটিআই সমর্থকরা। তার অবশ্য নিন্দায় সরোভন ইমরান সহ দলীয় নেতৃত্বরা। তবে পাক সরকার অভিযোগ জানায়, দেশব্যাপী হিংসার ঘটনায় মূল অভিযুক্তদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে ইমরান। যদিও সে অভিযোগ উড়িয়ে দেয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...