তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গে

গত কয়েকদিনে বৃষ্টির দেখা নেই বঙ্গে। উল্টে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। এদিকে আবার বর্ষার আগমনের আগে অশনি সঙ্কেত! বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি সম্ভাবনা দেখা দিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আগামী ৩ জুন মায়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গনের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এরপর এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৮ জুন সেটি পৌঁছবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। তবে সেটি কোথায় আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:অ্যাডামাস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেন ড. সুরঞ্জন দাস

রিপোর্ট অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের লক্ষ্য হতে পারে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূল। প্রাথমিক পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতি ছাড়াতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। এদিকে প্রায় একই সময়ে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুসারে যে ঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে ‘বিপর্যয়’, অন্যটির নাম হবে ‘গতি’।
তবে আপাতত স্বস্তির বৃষ্টির কোনও আশ্বাসবাণী শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।উল্টে তীব্র গরমে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।