সফল হল মহেন্দ্র সিং ধোনির অস্ত্রোপচার। বৃহস্পতিবার রাতে হাঁটুতে অস্ত্রোপচার হয় চেন্নাই সুপার কিংসের অধিনায়কের। আইপিএল চলাকালীন ধোনির হাঁটুতে চোট লক্ষ্য করা যায়। আইপিএলের পরেই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে হাঁটুর চিকিৎসার জন্য গিয়েছিলেন ধোনি। চিকিৎসকেরা দেরি না করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এই নিয়ে চেন্নাই সুপার কিংসের এক কর্তা বলেন, “বৃহস্পতিবার মুম্বইয়ে ধোনির সফল অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। এক-দু’দিনের মধ্যেই ধোনিকে ছেড়ে দেওয়া হবে। তার পরে কয়েক দিন বিশ্রাম নিয়ে ধোনি রিহ্যাব শুরু করবে।”

এরপরই তিনি আরও বলেন,” পরের আইপিএলের এখনও অনেক সময় বাকি। তার আগেই ধোনি পুরো সুস্থ হয়ে উঠবে।”

২০২৩ আইপিএল জেতার পরেই দেরি না করে আহমেদাবাদ থেকে মুম্বইয়ে চলে আসেন ধোনি। বাকি দল চেন্নাইয়ে ফিরলেও ধোনি যাননি। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসক দীনশ পারদিওয়ালাকে দিয়ে চোট পরীক্ষা করান।

আরও পড়ুন:প্রকাশ্যে ব্রিজভূষণের নামে একাধিক অভিযোগ, ১০ অভিযোগ আন্দোলনকারী কুস্তিগিরদের
