Sunday, January 11, 2026

WTC ফাইনালের আগে জোর ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন হ্যাজেলউড

Date:

Share post:

বুধবার থেকে শুরু হতে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর তার আগে জোর ধাক্কা অজি শিবিরে। চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড। তাঁর জায়গায় দলে এলেন অল রাউন্ডার মাইকেল নেসার।

চোটের জন্য এর আগে আইপিএল থেকেও ছিটকে যেতে হয়েছিল হ্যাজেলউডকে। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে চুক্তি থাকলেও চোটের জন্য তাঁকে ছিটকে যেতে হয় তাকে। আরসিবির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছিলেন হ‍্যাজলউড। দেশে ফিরে রিহ‍্যাব করছিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পুরনো চোটে আবার সমস্যায় পড়েছেন হ্যাজলউড। সেই কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

হ‍্যাজলউডের জায়গায় WTC ফাইনালে অজি দলে সুযোগ পেয়েছেন নেসার। এর আগে দু’টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন নেসার। গ্ল্যামারগনের হয়ে আগুন ঝড়াচ্ছেন তিনি। ওভালে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই জন্যই তাঁকে দলে নেওয়া হয়েছে। কাউন্টি ক্রিকেটে মাত্র ৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন নেসার। ডিভিশন টু-এর ম্যাচে সাসেক্সের বিরুদ্ধে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন তিনি। শুধু তাই নয়, সেই ম্যাচে সাসেক্সের দলে ছিলেন তারকা ক্রিকেটার স্টিভ স্মিথও। ফাইনাল ম্যাচে স্কট বোল্যান্ডের সঙ্গে লড়াইয়ে আসতে পারেন নেসার। বোল্যান্ড এখনও অবধি দেশের হয়ে মাত্র সাতটি টেস্ট খেলেছেন তবে ২৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর গড় ১৩.৪২।

এদিকে এত বড় ম্যাচের তিনদিন আগে হ্যাজেলউডের এমন ভাবে বাদ পড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হবে প্যাট কামিন্সদের। তাঁর অভিজ্ঞতা ছিল। সেটাই এখন বোলিং বিভাগকে চিন্তায় রাখছে।

আরও পড়ুন:বুধবার থেকে শুরু WTC ফাইনাল, কী বলছে আবহওয়া?বৃষ্টিতে ভেস্তে গেলে কারা হবে চ‍্যাম্পিয়ন?

 

 

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...