Monday, August 25, 2025

WTC ফাইনালের আগে জোর ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন হ্যাজেলউড

Date:

Share post:

বুধবার থেকে শুরু হতে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর তার আগে জোর ধাক্কা অজি শিবিরে। চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড। তাঁর জায়গায় দলে এলেন অল রাউন্ডার মাইকেল নেসার।

চোটের জন্য এর আগে আইপিএল থেকেও ছিটকে যেতে হয়েছিল হ্যাজেলউডকে। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে চুক্তি থাকলেও চোটের জন্য তাঁকে ছিটকে যেতে হয় তাকে। আরসিবির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছিলেন হ‍্যাজলউড। দেশে ফিরে রিহ‍্যাব করছিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পুরনো চোটে আবার সমস্যায় পড়েছেন হ্যাজলউড। সেই কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

হ‍্যাজলউডের জায়গায় WTC ফাইনালে অজি দলে সুযোগ পেয়েছেন নেসার। এর আগে দু’টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন নেসার। গ্ল্যামারগনের হয়ে আগুন ঝড়াচ্ছেন তিনি। ওভালে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই জন্যই তাঁকে দলে নেওয়া হয়েছে। কাউন্টি ক্রিকেটে মাত্র ৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন নেসার। ডিভিশন টু-এর ম্যাচে সাসেক্সের বিরুদ্ধে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন তিনি। শুধু তাই নয়, সেই ম্যাচে সাসেক্সের দলে ছিলেন তারকা ক্রিকেটার স্টিভ স্মিথও। ফাইনাল ম্যাচে স্কট বোল্যান্ডের সঙ্গে লড়াইয়ে আসতে পারেন নেসার। বোল্যান্ড এখনও অবধি দেশের হয়ে মাত্র সাতটি টেস্ট খেলেছেন তবে ২৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর গড় ১৩.৪২।

এদিকে এত বড় ম্যাচের তিনদিন আগে হ্যাজেলউডের এমন ভাবে বাদ পড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হবে প্যাট কামিন্সদের। তাঁর অভিজ্ঞতা ছিল। সেটাই এখন বোলিং বিভাগকে চিন্তায় রাখছে।

আরও পড়ুন:বুধবার থেকে শুরু WTC ফাইনাল, কী বলছে আবহওয়া?বৃষ্টিতে ভেস্তে গেলে কারা হবে চ‍্যাম্পিয়ন?

 

 

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...