Monday, January 12, 2026

টেস্ট বিশ্বকাপের ফাইনালে জয় পেলেই আইসিসির সব ট্রফি পাবে রোহিতরা, হাতছানি অস্ট্রেলিয়ারও

Date:

Share post:

টেস্ট বিশ্বকাপের ফাইনালে জোরদার লড়াই করছে ভারত এবং অস্ট্রেলিয়া। দুই দেশই প্রথম বার এই ট্রফি জেতার জন্য লড়ছে।কিন্তু জানেন কী? এই ট্রফি যে দল জিতবে তারা আইসিসির সব ট্রফি পেয়ে যাবে।কারণ, ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই আইসিসির বাকি সব ট্রফি জিতলেও টেস্ট বিশ্বকাপ জিততে পারেনি।

গত বার ভারত ফাইনাল খেলেছিল ঠিকই, কিন্তু জিততে পারেনি। এ বার সেই সুযোগ রয়েছে রোহিত শর্মাদের সামনে। ভারত প্রথমবার এক দিনের বিশ্বকাপ জিতেছিল ১৯৮৩ সালে। কপিলদেবের নেতৃত্বে লর্ডসে জিতেছিল ভারত। পরের বিশ্বকাপ জিততে ভারতকে অপেক্ষা করতে হয় ২৮ বছর। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনি দ্বিতীয় এক দিনের বিশ্বকাপ এনে দেন ভারতকে।

তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দেশ। সে বার যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়েছিল। বৃষ্টির জন্য ম্যাচ খেলা হয়নি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ধোনি সে বার অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বেই ২০১৩ সালে ভারত দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে।

অস্ট্রেলিয়া এক দিনের বিশ্বকাপে প্রথম জয় পেযেছিল ১৯৮৭ সালে। পাঁচ বারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া। তারা পরের বিশ্বকাপ জিতেছিল ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপ একবারই ঘরে তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। ২০২১ সালে দুবাইয়ে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে প্রথমবার আইসিসির এই ট্রফি জেতে তারা। ভারতের মতো অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল দু’বার। ২০০৬ এবং ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা।

এখনও পর্যন্ত আইসিসির ছেলেদের সিনিয়র প্রতিযোগিতায় ভারতের রয়েছে পাঁচটি ট্রফি এবং অস্ট্রেলিয়ার আটটি। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনও পায়নি কোনও দল। প্রথম বার এই ট্রফি পাবে এই দুই দলের কেউ। টেস্ট ড্র হলে যদিও যুগ্মজয়ী ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে দুই দেশই একসঙ্গে আইসিসির সব ট্রফির দাবিদার হবে।

 

spot_img

Related articles

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ...

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...