ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই মুম্বই বিমানবন্দরে বড় বিপর্যয় ! বাতিল বহু বিমান

0
2

প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে ‘বিপর্যয়’। আরব সাগরে তা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। বিপর্যয় আছড়ে পড়ার আগেই বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে।যার জেরে ব্যাহত বিমান চলাচল।স্বভাবতই নাকাল বিমানযাত্রীরা।

আরও পড়ুন:১০ বছর পর ফের গরমে হাঁসফাস দশা মুম্বইয়ে
প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ওঠানামা বিঘ্নিত হয়। খারাপ আবহাওয়ার কারণে বেশ কিছু বিমান বাতিল করে দেওয়া হয়। নির্ধারিত সময়ে ছাড়েনি বহু বিমান। এরফলে ভিড় বাড়ে মুম্বই বিমানবন্দরে। পাশাপাশি চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েও বিমান ছাড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কতৃপক্ষের তরফেও কোনও কিছু জানানো যায়নি।
কোনও কোনও ক্ষেত্রে আবার আবহাওয়া খারাপের জেরে বিমানবন্দরে বিমান নামতেই পারেনি। ফলে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। নির্ধারিত সময়ের অনেক পরে বিমান মুম্বইয়ের এয়ারপোর্টের মাটি ছুঁতে পারে বিমান।


রবিবারের পরিষেবা নিয়ে টুইট করেছে এয়ার ইন্ডিয়া। তারা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এবং মুম্বই বিমানবন্দরের ৯/২৭ রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখার কারণে কিছু বিমান বাতিল করতে হয়েছে। কিছু বিমান দেরিতে ছাড়ছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশও করেছে সংস্থা।এমনকি ইন্ডিগোর তরফেও এই পরিস্থিতির কথা জানিয়ে দুঃখপ্রকাশ করা হয়।