Monday, November 10, 2025

‘অসুখ বিসুখ’ নিয়ে জর্জরিত কৌশিক, পাশে নেই অসুস্থ পরাণ!

Date:

Share post:

কৌশিকের (Kaushik Ganguly) ‘অর্ধাঙ্গিনী’ দেখে মুগ্ধ টলিউড (Tollywood) । সেয়ানে সেয়ানে টক্কর দিয়েই কোলাকুলি করেছেন কৌশিক পত্নী চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) এবং ছবির আরেক মুখ্য চরিত্র জয়া আহসান(Jaya Ahsan)। চর্চায় এই দুই নারী। কিন্তু এই সাফল্য উপভোগ করার আগেই ‘অসুখ বিসুখ’ (Asukh Bisukh)নিয়ে জর্জরিত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। অঞ্জন দত্ত (Anjan Dutta)আগেই সরেছিলেন, এবার অসুস্থতার জন্য সরলেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)।

প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেবের আগামী ছবির ঘোষণা হয়ে গেছে। সব ঠিক থাকলে চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘প্রধান'(Pradhan)। ‘টনিক ‘ জুটির কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত পরাণ – দেবার ফ্যানেরা। কিন্তু তার আগে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেইমতো প্রস্তুতিও সারা হয়েছিল। কিন্তু প্রবীণ অভিনেতা আপাতত সর্দিজ্বর নিয়ে এত কাবু যে কথা বলার মতো অবস্থাতেই তিনি নেই। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে অভিনয় থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে অঞ্জন সরে যাওয়ায় সেই চরিত্রে কৌশিক নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নেন। এবার পরাণ বন্দ্যোপাধ্যায় চরিত্রে কে, সেই প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছিল। অবশেষে জানা গেল নাম। দীপঙ্কর দে (Dipankar Dey) এই চরিত্রে থাকছেন। সোমবার থেকে শুট শুরু হয়েছে ছবির। দীপঙ্কর দে-র শুট আগামী রবিবার থেকে। এদিকে স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। কৌশিকের সঙ্গে মত বিরোধের কারণেই নাকি সিনেমা করতে রাজি হননি বর্ষীয়ান অভিনেতা। যদিও প্রযোজনা সংস্থা ‘হইচই ‘ পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কাজ করতে ইচ্ছুক। জলঘোলা বাড়ছে। অভিনেতা অবশ্য জানিয়েছেন অসুস্থতার জন্যই আপাতত বিশ্রামে তিনি। সুস্থ হলে কাজে ফিরবেন।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...