Tuesday, August 26, 2025

ফুটবলের পর ক্রিকেটেও চমক মোহনবাগানের, পি সেন ট্রফির জন‍্য রিঙ্কুকে প্রস্তাব বাগানের

Date:

Share post:

২০২৩ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কেড়েছেন। আইপিএল-এ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন রিঙ্কু সিং। কেকেআর প্লে অফে উঠতে না পারলেও, এখনও সেই ইনিংসে মজে রয়েছেন ত্রিকেটপ্রেমীরা। আইপিএল শেষ হওয়ার পর এখন বেশ কিছুটা সময় ছুটি কাটাচ্ছেন কেকেআর তারকা। আর এর মাঝেই পি সেন ট্রফিতে খেলার প্রস্তাব পেয়ে গেলেন তিনি।

রবিবার থেকে শুরু হচ্ছে পি সেন ট্রফি। নাইট রাইডার্সের দলগত পারফরম্যান্সের নিরিখে সবচেয়ে উজ্বল রিঙ্কু সিং। আর সূত্রের খবর, রিঙ্কুকে দলে পেতে ঝাঁপিয়েছে মোহনবাগান এবং তপন মেমোরিয়াল। কিন্তু লোভনীয় প্রস্তাব থাকলেও উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটার দুই দলকেই ফিরিয়ে দিয়েছেন। এমনটাই সূত্রের খবর।

তবে শুধু রিঙ্কু নন তিন বছর পরে শুরু হতে চলা পি সেন ট্রফিতে আইপিএলের বেশ কয়েকজন ক্রিকেটারদের দেখা যাবে। রিঙ্কু না খেললেও ভবানীপুরের হয়ে খেলতে দেখা যাবে রীতেশ শর্মা, ঋষি ধাওয়ানকে। মোহনবাগানের হয়ে খেলবেন অভিষেক শর্মা। এর আগে এই পি সেন ট্রফি খেলে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, এমনকি সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটাররা।

দীর্ঘদিন পরে পি সেন ট্রফি শুরু হতে চলেছে। দশ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৮জুন থেকে। পি সেন ট্রফি শুরু করার কথা, জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। ২০১৭ সালের পর বন্ধ হয়ে গিয়েছিল পি সেন ট্রফি। মাঝে করোনা অতিমারি জন‍্য পি সেন ট্রফির আয়োজনের ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছিল। এ বছর যদিও সিএবি প্রথম থেকে পি সেন ট্রফি আয়োজনের ব্যাপারে উদ্যোগ নেয়। তার ফলেই জুন মাসের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

দশ দলকে নিয়ে পি সেন ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিএবি। স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় বলেন, “পি সেন খুবই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। দেশের সেরা ক্রিকেটাররা এক সময় এই প্রতিযোগিতায় খেলে গিয়েছেন। তাই এই প্রতিযোগিতাটি শুরু করার প্রয়োজন ছিল। নক আউট এই টুর্নামেন্টের ফাইনাল হবে ইডেনে।”

আরও পড়ুন:দলবদলে সেরা চমক, জেভিয়ার সিভেরিও ও সোল ক্রেসপোকে সই করাল লাল-হলুদ


 

 

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...