Friday, August 22, 2025

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ নেইমারের বিরুদ্ধে, জরিমানার মুখে তিনি

Date:

Share post:

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ উঠল ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনিয়র এবং তাঁর বাবা নেইমার ডি সিলভা স্যান্টোসের বিরুদ্ধে। নেইমারদের বিরুদ্ধে অভিযোগ, পরিবেশবিধি অমান্য করেই রিও ডি জেনেইরোতে একটি প্রাসাদ তৈরির কাজ করাচ্ছেন তিনি। জানা যাচ্ছে, প্রাসাদ তৈরির কাজ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নেইমারের বাবাকে। শুধু তাই নয়, আইন ভাঙার জন্য বিরাট অঙ্কের জরিমানার মুখে নেইমার। পরিবেশবিধি লঙ্ঘনের জন্য তাঁকে ১০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় আট কোটি ২২ লাখ টাকা জরিমানা দিতে হতে পারে ব্রাজিলিও সুপারস্টারকে।

রিও ডি জেনেইরোর মেয়রের অফিসের তরফ থেকে এই নিয়ে জানানো হয়েছে, নেইমারের নির্মীয়মাণ প্রাসাদটি শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে। এই বিলাসবহুল অট্টালিকা তৈরি করতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করা হয়েছে। এক নয়, উঠে এসেছে একাধিক অভিযোগ। যেমন- প্রশাসনের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর জল ব্যবহার করা হয়েছে। জলের পথ পরিবর্তনও করা হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া সৈকতের বালি কাজে লাগানো হয়েছে প্রাসাদ তৈরিতে। সরানো হয়েছে পাথরও।

এই নিয়ে রিও ডি জেনেইরোর মেয়রের দফতর থেকে বিবৃতিতে বলা হয়েছে, “যে সব অনিয়ম পাওয়া গিয়েছে, সেগুলোর মূল্যায়ন করা হবে। পরিবেশের ক্ষতি করার জন্য মূল্যায়ন অনুযায়ী জরিমানা করা হবে। প্রাথমিক অনুমান, জরিমানার পরিমাণ ১০ লক্ষ ডলারের কম হবে না।”

মেয়রের দফতরের থেকে আসা এই অভিযোগ নিয়ে অবশ্য কোন মন্তব্য করা হয়নি নেইমারের পক্ষ থেকে।

আরও পড়ুন:সবুজ মেরুনে সই করে কী বললেন অনিরুধ?


 

 

spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...