Monday, November 24, 2025

প্রার্থী না পেয়েই কোচবিহারে বিজেপির স.ন্ত্রাস, নিশীথকেই কা.ঠগড়ায় তুলছে তৃণমূল

Date:

Share post:

বিজেপির সন্ত্রাসের জেরে রণক্ষেত্র কোচবিহারের দিনহাটা, সিতাই ও শীতলকুচি বিধানসভা কেন্দ্র। অশান্তির সূত্রপাত হয়েছিল মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে। দিনহাটা সাহেবগঞ্জে মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি সমর্থকরা স্থানীয় বিডিও অফিস দখল করে নেয় বলে অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মদতেই এই কাজ হয়েছিল বলে অভিযোগ। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানায় তৃণমূল। মনোনয়নের স্ক্রুটিনির দিনও দিনহাটা ২ বিডিও অফিস-সহ সাহেবগঞ্জ এলাকা ফের উত্তপ্ত হয়ে ওঠে৷

তৃণমূলের অভিযোগ,পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খুঁজে না পেয়ে সন্ত্রাসকেই হাতিয়ার করছে বিজেপি। নিশীথ প্রামাণিকের মদতেই কোচবিহার জুড়ে চলছে বিজেপির সন্ত্রাস। কোথাও তৃণমূল কংগ্রেস কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হচ্ছে, আবার কোথাও বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর অভিযোগ, নিশীথ প্রামাণিক একজন সন্ত্রাসবাদী। তাঁর মদতেই সন্ত্রাস চলছে কোচবিহার জুড়ে।

গত মঙ্গলবার দিনহাটার গীতালদহে বাবু হক নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে গুলি করে খুন করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। আরও সাতজন তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে। সেদিন রাতেই আরও এক তৃণমূল কংগ্রেস কর্মী সাহানুর হককে গুলি করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। শীতলকুচির ডাকঘরা বাজারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির বাইকবাহিনী। পার্টি অফিসে তখন কর্মীরা ছিলেন। তাঁরা বাধা দিতে গেলে গুলি চালায় বিজেপি আশ্রিত দূষ্কৃতীরা।

শীতলকুচির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন কুমার গুহর অভিযোগ, দলের কর্মীর বাইকে আগুন লাগিয়ে পালিয়ে যায় বিজেপি৷ পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিতে না হয় তাই এলাকায় সন্ত্রাস তৈরি করছে বিজেপি৷

spot_img

Related articles

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...

ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র নয়া পরিকাঠামো উদ্বোধন ও শিলান্যাস, আপ্লুত সত্যম

শিক্ষা জগতে অনন্য ছাপ রেখেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। বাংলায় তো বটেই, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় রয়েছে এর শাখা।...