Sunday, November 9, 2025

সুপ্রিম কোর্টে ফের পিছলো প্রাথমিক নিয়োগ সংক্রান্ত শুনানির মামলা

Date:

Share post:

ফের সুপ্রিম কোর্টে (Supreme Court of India) পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ (Primary Recruitment) সংক্রান্ত শুনানির মামলা। জানা গিয়েছে, বুধবার প্রাথমিকে ৩৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়ে মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে। কিন্তু এদিনও সেই মামলার শুনানি হয়নি। এদিন বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ১২ জুলাই হবে এই মামলার পরবর্তী শুনানি হবে। বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানায়, আগামী ১২ জুলাই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি হবে।

জানা গিয়েছে, ৩৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়েই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় ওই সব শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। সেই নির্দেশে মান্যতা দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। গত ২০ মে শীর্ষ আদালত স্থগিতাদেশ দেওয়ার পর ফের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরি প্রার্থী। এরপর ২০১৪ ও ২০১৭ সালের টেট পরীক্ষার্থীদের একাংশ নিয়োগের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল এদিন।

২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০২০ সালের ১৬ হাজার ৫০০ পদে নিয়োগের কথা জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। কিন্তু সব পদে নিয়োগ হয়নি বলে অভিযোগ ওঠে। এরপরই আরটিআই (RTI) করা হলে জানা যায়, সেইসময় ৩৯২৯ পদে নিয়োগ হয়নি।

 

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...