Sunday, November 9, 2025

সুপ্রিম কোর্টে ফের পিছলো প্রাথমিক নিয়োগ সংক্রান্ত শুনানির মামলা

Date:

Share post:

ফের সুপ্রিম কোর্টে (Supreme Court of India) পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ (Primary Recruitment) সংক্রান্ত শুনানির মামলা। জানা গিয়েছে, বুধবার প্রাথমিকে ৩৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়ে মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে। কিন্তু এদিনও সেই মামলার শুনানি হয়নি। এদিন বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ১২ জুলাই হবে এই মামলার পরবর্তী শুনানি হবে। বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানায়, আগামী ১২ জুলাই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি হবে।

জানা গিয়েছে, ৩৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়েই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় ওই সব শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। সেই নির্দেশে মান্যতা দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। গত ২০ মে শীর্ষ আদালত স্থগিতাদেশ দেওয়ার পর ফের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরি প্রার্থী। এরপর ২০১৪ ও ২০১৭ সালের টেট পরীক্ষার্থীদের একাংশ নিয়োগের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল এদিন।

২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০২০ সালের ১৬ হাজার ৫০০ পদে নিয়োগের কথা জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। কিন্তু সব পদে নিয়োগ হয়নি বলে অভিযোগ ওঠে। এরপরই আরটিআই (RTI) করা হলে জানা যায়, সেইসময় ৩৯২৯ পদে নিয়োগ হয়নি।

 

 

spot_img

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...