Wednesday, May 14, 2025

ছুটিতে বাড়ি এসে আচমকাই নিখোঁজ! কাশ্মীরের জওয়ানকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, উদ্ধার র.ক্তাক্ত গাড়ি

Date:

Share post:

দিনকয়েক আগেই মহরম (Muharram) উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। শনিবার গাড়ি নিয়ে বাজারে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে গেলেন কাশ্মীরের (Kashmir) ভারতীয় এক সেনা জওয়ান (Army)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম (Kulgam) জেলায়। ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন জাভেদ আহমেদ (Javed Ahmed) নামে ওই জওয়ান। কিছুদিন আগেই ছুটি নিয়ে বাড়ি ফিরলেও শনিবার সন্ধ্যা থেকে তাঁর কোনও খোঁজ মিলছে না। পরিবারের লোকজন কোনওভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলেই পুলিশ সূত্রে খবর। ২৫ বছর বয়সী ওই যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পরিবারের আশঙ্কা ওই যুবককে অপহরণ করেছে জঙ্গিরা। তাঁর মুক্তির দাবি জানিয়ে পরিবারের তরফে একটি ভিডিয়ো বার্তাও দেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই যুবক কিছু জিনিস কিনতে দোকানে বেরিয়েছিলেন। নিজের গাড়ি চালিয়েই বাজারে গিয়েছিলেন তিনি। রাত ৯টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। এরপর পুলিশে খবর দেওয়া হলে তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়িটি বাজারের কাছেই পারানহাল নামে একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। তবে সেই গাড়িতে রক্ত লেগে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আচমকা ওই জওয়ান কোথায় উধাও হয়ে গেলেন, তা বুঝে উঠতে পারছে না পুলিশ। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

লাদাখের লেহতে কর্মরত ছিলেন কাশ্মীরের কুলগামের জাভেদ। মহরম উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি ফিরেলেও আগামী সোমবারই ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগে শনিবার রাত থেকেই নিখোঁজ হয়ে গেলেন জাভেদ।

 

 

spot_img

Related articles

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আজ বিকেলে নবান্নে (Nabanna) রাজ‍্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। ভারত-পাকিস্তান সংঘর্ষ...

আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ (DA )মামলার শুনানি হতে চলেছে। গত আড়াই বছরে...

সেনার স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ! পাক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের 

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (cease fire) মাঝে এবার কূটনৈতিক দিক থেকে ইসলামাবাদ আর নয়াদিল্লির মধ্যে বাড়ছে টানটান উত্তেজনা।...

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...