Friday, November 14, 2025

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কেন খেলতে গেলেন না রাহানে ?

Date:

Share post:

অতিরিক্ত ক্রিকেট এড়াতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন কয়েক দিন আগেই। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে অবশ্য ফের নিজেকে তৈরি রাখছেন অজিঙ্ক রাহানে। আগামী মরসুমের জন্য নিজেকে তৈরি করছেন তিনি। নিজেকে ফিট রাখতে সময় কাটাচ্ছেন জিমে।সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রাহানে ভাগ করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের সঙ্গে।ওয়েস্ট ইন্ডিজ সফরের পর লেস্টারশায়ারের হয়ে খেলার কথা ছিল রাহানের। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরামর্শে তখন যাননি ইংল্যান্ডে। সহ-অধিনায়ক হিসাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন। তার পর কাউন্টি ক্রিকেট খেলার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। মুম্বইয়ের বাড়িতে আগামী ঘরোয়া মরসুমের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

ফিটনেস ট্রেনিংয়ের ছবি দিয়ে রাহানে লিখেছেন, ‘‘গত চার মাস খুব আনন্দের ছিল। টানা উচ্চপর্যায়ের ক্রিকেট খেলেছি। এখন আগামী ঘরোয়া মরসুমের জন্য শরীরকে তৈরি করার সময়। নিজেকে তরতাজা করে তুলতে হবে। যে কোনও প্রতিযোগিতায় মুম্বইয়ের হয়ে খেলা আমার কাছে গর্বের। ফিটনেসের জন্য পরিশ্রম করছি। আগামী দু’মাস শুধু এটাই করব। যাতে আগামী অক্টোবর থেকে নতুন মরসুমে সেরাটা দিতে পারি।’’

একই পোস্টে কাউন্টি ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েও জানিয়েছেন রাহানের। ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক বলেছেন, ‘‘কাউন্টি ক্রিকেটে খেলার পরিকল্পনা আগেই বাতিল করেছি। লেস্টারশায়ারের হয়ে না খেলে ঘরোয়া মরসুম শুরুর আগে নিজেকে প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছি। আমার সঙ্গে লেস্টারশায়ার কর্তৃপক্ষের নিয়মিত যোগাযোগ ছিল। আমার বিষয়টা তাঁরা খুব ভাল ভাবেই বুঝতে পেরেছেন। আশা করছি ভবিষ্যতে নিশ্চই লেস্টারশায়ারের হয়ে মাঠে নামতে পারব।’’

 

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...