Sunday, August 24, 2025

কোচের আসনে ফিরছেন জুয়ান, পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে সর্তক বাগান কোচ

Date:

Share post:

আগামিকাল ডুরান্ড কাপের দ্বিতীয় ম‍্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। আর সেই ম‍্যাচে বাগানের কোচের আসনে ফিরতে চলেছেন জুয়ান ফেরান্দো। কলকাতা লিগ, ডুরান্ড কাপের দায়িত্বে আছেন বাস্তব রায়। তার কোচিং-এই দল নামছে। তবে আগামিকাল কোচের হট সিটে বসবেন ফেরান্দো। প্রথম ম‍্যাচে বাংলাদেশ আর্মিকে হারিয়েছে সবুজ মেরুন। তবে এবার পাঞ্জাব এফসি। আইলিগ চ‍্যাম্পিয়ন হয়ে সদ‍্য আইএসএল-এ উঠেছে দল। তাই সেই ম‍্যাচে নামার আগে আত্মতুষ্টিতে যেতে নারাজ বাগান জুয়ান ফেরান্দো।

পাঞ্জাব ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” পাঞ্জাব আইএসএল এর ক্লাব। গতবার আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলবে এবার। ওদের আক্রমণ ভাগ বেশ শক্তিশালী। গতবার ওদের কয়েকটা ম্যাচ দেখেছি। তবে এবারের দলটি একেবারেই অচেনা। নিশ্চই আরও শক্তিশালী হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে খেলতে নামার আগে আমরা আরও শক্তি বাড়িয়ে মাঠে নামবো। পাশাপাশি মাথায় রাখতে হবে দশদিন পর আমাদের এএফসি কাপের খেলা রয়েছে যুবভারতীতে। যা এবার আমাদের কাছে আইএসএলের মতোই গুরুত্বপূর্ণ।”

এরপরই  জুয়ান আরও বলেন,” যুব দল খুব ভালো খেলছে। এই টিমের বেশ কিছু ফুটবলার আমার নজর কেড়েছে। তাদের সঙ্গে কিছু সিনিয়র ফুটবলার রেখে আমি টিম নামাবো। বৃষ্টি হচ্ছে। কিশোরভারতীর মাঠেও অনেকদিন আমরা খেলিনি। কী অবস্থায় আছে স্টেডিয়াম আছে মাঠে নামলে বুঝতে পারব। তবে সামনে ডার্বি রয়েছে। তার চারদিন পরেই এএফসি কাপ। কোনও ঝুঁকি নিতে চাই না।”

পরপর ম্যাচ থাকায় ফুটবলারদের চোট-আঘাত এবং ক্লান্তি একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন বাগানের। ১০ দিন পর এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগেই ডার্বি। খেলোয়াড়দের বর্তমান অবস্থা বুঝেই দল গড়বেন জুয়ান এমনটাই জানা যাচ্ছে।

এদিকে কলকাতা লিগে দুরন্ত ফুটবল খেলেন মোহনবাগানের যুব দল। এদিন তাদেরও প্রশংসা করে জুয়ান। যুব দলের প্রশংসা বাগান কোচ বলেন,”আমাদের টিমের যুব ফুটবলাররা খুব ভাল খেলছে। সাতটা ম্যাচ খেলেছে এবং এখনও অপরাজিত। বাস্তব টিমটাকে বেশ ভালভাবে তৈরি করেছে। ওকে এজন্য কৃতিত্ব দিতেই হবে। যুব দলের প্রায় সব ম্যাচই আমি দেখেছি। ”

আরও পড়ুন:ফাইনালে হার, অস্ট্রেলিয়া ওপেন জয় হলো না প্রণয়ের

 

 

 

spot_img

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...