Tuesday, August 26, 2025

কান্তি আর “কাছের নয়”, ৪৪ বছর পর সিপিএম নেতার গড়ে পঞ্চায়েত দখল তৃণমূলের

Date:

Share post:

কান্তি গঙ্গোপাধ্যায় নামটি যেমন বালিগঞ্জ বিজন সেতুর উপর আনন্দমার্গীদের নৃশংস হত্যাকাণ্ডের কলঙ্কিত ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে, ঠিক একইভাবে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির সঙ্গেই লেপ্টে আছে বর্ষীয়ান এই সিপিএম নেতার নাম। ”কাজের মানুষ কাছের মানুষ” ট্যাগ লাগিয়ে বছরের পর বছর এই রায়দিঘি শাসন করেছেন কান্তিবাবু। তবে ২০১১ সালে পরিবর্তনের বছরে রায়দিঘির বামদুর্গ ছারখার হয়ে যায়। কান্তি গঙ্গোপাধ্যায়ও পরাজিত হন। সেই থেকে রায়দিঘি বিধানসভায় সিপিএম হারের হ্যাট্রিক করলেও কান্তিবাবু কিন্তু নিজের এলাকার মানুষের পাশে সর্বদা আছেন বলে শোনা যায়।

ফলে বিধানসভাতে হারলেও কান্তি গঙ্গোপাধ্যায়ের ‘কাজের মানুষ কাছের মানুষ’ ইমেজকে কাজে লাগিয়ে এতদিন পর্যন্ত অক্ষুণ্ণ ছিল রায়দিঘির রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের বাম দুর্গ। বাম বাংলার ৩৪ বছরের শাসনকালে তো বটেই, তৃণমূলের জমানাতেও এই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ধরে রেখেছিল সিপিএম। কিন্তু সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সেই গ্রাম পঞ্চায়েতে তথা রায়দিঘির মাটিতে টিম টিম করে জ্বলতে থাকা শেষ বাম দুর্গেরও পতন হয়। সেই গ্রাম পঞ্চায়েতে ৪৪ বছর বাদে গঠিত হল কোনও অবাম বোর্ড।
এবার সারা রাজ্যের সঙ্গে তালমিলিয়ে রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়ল তৃণমূল। এই ফল প্রমাণ করে রায়দিঘির মানুষ আর কান্তি গঙ্গোপাধ্যায় ”কাজের মানুষ কাছের মানুষ” ট্যাগ লাইন খাচ্ছে না।

২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরও এই গ্রাম পঞ্চায়েতে ২০১৩ ও ২০১৮ সালের ভোটে জিয়েছিল সিপিএম তথা বামেরা। তবে এবারের ভোটের ফল বার হতে দেখা যায়, রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের মোট ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০টি আসন। সিপিএম পেয়েছে ৫টি আসন। বিজেপি ও এসইউসিআইয়ের ঝুলিতে গেছে একটি করে আসন। নতুন বোর্ডের প্রধান হয়েছেন দেবযানী হালদার।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...