তুষ্ট করতে নির্বাচন এলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বাড়িয়ে দেয় কেন্দ্রের মোদি সরকার। অথচ বাংলার বকেয়া দেয় না। বুধবার, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকে ফের সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানেন, কেন্দ্র এবং রাজ্যের নীতি আলাদা।

মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচন এলেই কেন্দ্রীয় সরকারির কর্মচারীদের ডিএ বাড়িয়ে দেয় বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকারে চাকরি ও রাজ্য সরকারের চাকরি মধ্যে পার্থক্য রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি। আর স্টেট গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি। তোমার হাতে রিজার্ভ ব্যাঙ্ক আছে। তুমি একশো দিনের টাকা দিচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছ না। রাস্তার টাকা দিচ্ছ না। স্কলারশিপের টাকা দিচ্ছ না। তাই দিয়ে মুষ্টিমেয় লোককে ডিএ পাইয়ে দিচ্ছ। তাদের সন্তুষ্ট করার জন্য। যাতে ওপরওলাদের সন্তুষ্ট রাখা যায়। আর নিম্নতলার মানুষদের শোষণ করা যায়। আমরা তাই বলছি সবাইকে দাও। আমাদের টাকা কেটে নিয়ে অকাজ করা যাবে না। আমি বলছি আমি সবার পক্ষে।”

আরও পড়ুন- ‘অ.শালীন’ পোস্ট, ‘ক.দর্য’ আ.ক্রমণ করে চরম বিপাকে সেলিম, আইনি নোটিশ পাঠালেন অভিষেক

বাংলার বকেয়া টাকা দেয় না কেন্দ্রের মোদি সরকার। আর সেই টাকা দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুষ্ট করে- অভিযোগ মমতার।
