Tuesday, November 4, 2025

ক‍্যারিবিয়ানদের কাছে ম‍্যাচ হারের কারণ হিসাবে ব‍্যাটিং ব‍্যর্থতাকেই কাঠগড়ায় তুললেন দ্রাবিড়

Date:

Share post:

টেস্ট, একদিনের সিরিজ জয় হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার। টি-২০ সিরিজে মূলত তরুণ ক্রিকেটারদরই নামিয়েছে টিম ম‍্যানেজমেন্ট। আসন্ন টি-২০ বিশ্বকাপের লক্ষ‍্যে শক্তিশালী দল তৈরি করতে এমনটাই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে এই হারের পর প্রশ্ন উঠছে একাধিক বিষয় নিয়ে। দলের ব‍্যাটিং, দলের বোলিং নিয়ে উঠছে প্রশ্ন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের কারণ হিসাবে দলের ব‍্যাটিং ব‍্যর্থতাকেই কাঠগড়ায় তুললেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

ম‍্যাচ শেষে দ্রাবিড় বলেন,”আমরা ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে সুযোগ দিতে চেয়েছিলাম। এটাই ছিল আমাদের লক্ষ্য। সেজন্য পারফরম্যান্সে প্রভাব পড়েছে। তবে যাই হোক, শেষ ম্যাচে আমাদের ব্যাটাররা নিজেদের আরও মেলে ধরতে পারলে, ফলাফল অন্যরকম হতেই পারত। বোলারদের দোষ দিয়ে লাভ নেই। কম রানের পুঁজি হাতে থাকলেও, বোলাররা চেষ্টা করেছে। তবে ব্যাটাররা আরও দায়িত্ব পালন করলে ম্যাচ ও সিরিজের ফলাফল অন্যরকম হতেই পারত।”

কেন বারবার টি-২০ ফর্ম‍্যাটে ব‍্যর্থ হচ্ছে টিম ইন্ডিয়া? এর জবাবে দ্রাবিড় বলেন,”ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বেশ কয়েকজন সিনিয়রকে আমরা বিশ্রাম দিয়েছিলাম। তবে যশস্বী, মুকেশ, তিলক ভর্মা, অর্শদীপের পারফরম্যান্সে আমি মুগ্ধ। সমস্যার জায়গা হল আমাদের সাত ও আট নম্বর ব্যাটিং স্লট। ওপেনাররা রান না পেলেও, মিডল অর্ডার ব্যাটাররা অনেক সময় দলকে টেনে দেয়। তবে সমস্যা হল আমাদের লোয়ার অর্ডার। এই ফর্ম‍্যাটে সাত ও নম্বরে মারকুটে ব্যাটারের অভাব। সেজন্য আমাদের অনেক ম্যাচ হারতে হচ্ছে। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। আগামী কয়েক মাসের মধ্যে টি-২০ বিশ্বকাপের আসর বসবে। সেখানে সাফল্য পেতে হলে বোলারদের রান করা খুবই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের কাছে টি-২০ সিরিজ হার ভারতের, দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ ভেঙ্কটেশ প্রসাদ

 

 

 

spot_img

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...