Sunday, January 11, 2026

অ.শান্তি থামছে না! স্বাধীনতা দিবসের আগে নুহতে উঠল কারফিউ, চালু ইন্টারনেট পরিষেবা

Date:

Share post:

মঙ্গলবারই স্বাধীনতা দিবস (Independence Day)। আর সেই দিনকে মাথায় রেখেই এবার খারাপ সময় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে হরিয়ানার নুহ (Haryana Nooh)। হিংসার আবহ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন জেলার সাধারণ মানুষজন। আর প্রথম ধাপ হিসাবে নুহ জেলায় ইন্টারনেট পরিষেবা (Internet Service) চালু করল সরকার। দীর্ঘ ১৩ দিন পর ইন্টারনেট চালুর পথেই হাঁটল ডবল ইঞ্জিন মনোহরলাল খট্টর সরকার (Manohar Lal Khattar Govt)। এমনকি নাগরিকদের জন্যও জরুরী ক্ষেত্রে ছাড় দেওয়া শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, রবিবার গভীর রাতে ইন্টারনেট পরিষেবা (Internet Service) ফেরানো হয়েছে নুহ-তে। পাশাপাশি দু’দিনের জন্য কারফিউ (Curfew) তুলে নিয়েছে পুলিশ। তবে বিজেপি সরকারের এমন সিদ্ধান্তের পরে সরব বিরোধীরা। ইন্টারনেট পরিষেবা চালু করে আখেরে অশান্তিকেই প্রাধান্য দিচ্ছে ডবল ইঞ্জিন সরকার।

গত ৩১ জুলাই বিশ্ব হিন্দু পরিষদের ব্রজ মণ্ডল যাত্রাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে হরিয়ানার নুহ। গুরুগ্রাম-আলোয়ার হাইওয়েতে মিছিল পৌঁছলেই বাধা দেয় একদল যুবক। তারা মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। তার জেরেই শুরু হয় তুমুল অশান্তি। পাশাপাশি গুলি চালানোর ঘটনাও ঘটে। হামলা চালানো হয় ধর্মীয় স্থানেও। যদিও এই সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ছয়জনের। আহত হয়েছেন বহু। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২২৭ জনকে। আটক করা হয়েছে কমপক্ষে ৯০ জনকে।

ইতিমধ্যে হিংসার ঘটনাকে কেন্দ্র করে ৫৯টি এফআইআর দায়ের করেছে হরিয়ানা পুলিশ। তবে এখনও বন্ধ রয়েছে স্কুল, কলেজ। তবে খট্টর প্রশাসনের দাবি, নুহের রেশ যাতে পাশের জেলাগুলিতে ছড়িয়ে না পড়ে তার জন্য সেখানকার কয়েকটি অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছিল খট্টর প্রশাসন। তবে ইন্টারনেট পরিষেবা চালু হলেও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইটে নজরদারি শুরু করেছে সরকার।

.

 

 

 

 

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...