Thursday, August 21, 2025

সম্পর্কে টানাপোড়েনের জের! প্রেমিকের নাবালক ছেলেকে খু.ন করে শ্রীঘরে যুবতী

Date:

Share post:

প্রেমের সম্পর্কে (Love Relation) বাধা হয়ে দাঁড়াচ্ছিল প্রেমিকের নাবালক ছেলে। আর তা নিয়েই প্রেমিকের সঙ্গে বচসার সূত্রপাত। আর সেকারণেই এবার রাগের বশে তাঁর ১১ বছরের ছেলেকে খুন করলেন যুবতী। তবে শুধু নাবালক ছেলেকে মেরেও এতটুকু ক্ষান্ত হননি যুবতী। পরে প্রমাণ লোপাটের জন্য খুন করে বক্স খাটের ভিতরে ওই কিশোরের দেহ ঢুকিয়ে রাখার অভিযোগ ওঠে। আর মর্মান্তিক এই ঘটনায় প্রেমিকের ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার (Arrest) করা হল ২৪ বছরের যুবতীকে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবতীর নাম পুজা কুমারী। জেরায় ইতিমধ্যেই যুবতী নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবতী পশ্চিম দিল্লির (West Delhi) রানহোলার বাসিন্দা। তাঁর প্রেমিকের নাম জিতেন্দ্র (Jitendra)। ২০১৯ সাল থেকে তাঁরা লিভ-ইন সম্পর্কে (Leave In Relation) থাকছিলেন। কিন্তু সম্প্রতিই ওই যুবক তাঁর স্ত্রী-সন্তানের কাছে ফিরে যান। এরপরই গত ১০ অগাস্ট পুজা কুমারী নামক বছর চব্বিশের ওই যুবতী তাঁর প্রেমিক জিতেন্দ্রের ছেলে দিব্যাংশকে খুন করেন। যুবতীর দাবি, আগের পক্ষের সন্তান থাকার কারণেই তাঁর প্রেমিক বিয়ে করতে রাজি হচ্ছিল না। আর তা নিয়ে দুজনের মধ্যে বিস্তর বচসাও হয়। এরপরই রাগের বশে যুবতী ওই নাবালককে খুন করেন। গত ১০ অগাস্ট পুজা এক বন্ধুর মাধ্যমে জিতেন্দ্রর বাড়ির ঠিকানা জোগাড় করে। বাড়িতে সেই সময় অন্য কেউ ছিল না। প্রথম পক্ষের সন্তানের কারণেই প্রেমিক বিয়ে করতে রাজি হচ্ছেন না, এই রাগেই ঘুমন্ত শিশুকে গলা টিপে হত্যা করেন এবং বক্স খাটের ভিতরে তাঁর দেহ লুকিয়ে রেখে চলে আসেন।

এদিকে, বাড়িতে ছেলেকে খুঁজে না পেয়ে জিতেন্দ্র ও তাঁর স্ত্রী পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন। পরে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে দিল্লি পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুজাকে চিহ্নিত করে। পরে তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর করলেও, সেখানে পুজার হদিস মেলেনি। শেষে ৩০০-রও বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবিবার বাককারওয়ালা থেকে গ্রেফতার করা হয় পুজাকে।

 

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...