Saturday, January 10, 2026

বিদ্যুৎ চক্রবর্তীর নিয়মের বেড়াজাল টপকে বিশ্বভারতীতেও ছাত্র র‍্যাগিংয়ের অভিযোগ! মুখে কুলুপ উপাচার্যর

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ছাত্রমৃত্যুর ঘটনার পর এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিয়মের বেড়াজাল ডিঙিয়ে বিশ্বভারতীতেও র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। ভাষা ভবনের হস্টেলের এক পড়ুয়াকে দিনের পর দিন হেনস্তা করার অভিযোগ উঠল তিন পড়ুয়ার বিরুদ্ধে। পড়ুয়ার অভিভাবকরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পর নড়েচড়ে বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সোমবারই হস্টেল পরিদর্শন করেন তিনি। রাতেই অভিযুক্ত তিন পড়ুয়াকে ইতিমধ্যেই হস্টেল থেকেও বের করে দেওয়া হয়েছে।পূর্বপল্লির গেস্ট হাউসে রাখা হয়েছে তাঁদের। আজ অর্থ্যাৎ মঙ্গলবারই ডেকে পাঠানো হয়েছে অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের।

আরও পড়ুন:যাদবপুরের পরে বিশ্বভারতী, ছাত্রীর পোস্ট ঘিরে তুমুল শোরগোল স্যোশাল মিডিয়ায়

বিশ্বভারতীর নিচু বাংলো এলাকায় হস্টেলে থাকতেন ভাষা ভবনের ইউরোপিয়ান স্টাডিজ বিভাগের তিন ছাত্র-শুভজ্যোতি সরকার,অঙ্কিত কুমার ও মনীশ কুমার। তাঁদের বিরুদ্ধেই হস্টেলে থাকা অন্য এক ছাত্রকে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে।নির্যাতিত পড়ুয়ার অভিভাবকরা এনিয়ে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির কাছে অভিযোগ জানান। তারপরই পূর্বপল্লির হস্টেল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনান্য হস্টেল পরিদর্শন করেন উপাচার্য। অভিযুক্তদের বের করে দেওয়া হয় হস্টেল থেকেও।যদিও এখনও পর্যন্ত এ ঘটনায় শান্তিনিকেতন থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

সোমবার রাতে হস্টেলে পৌঁছন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ নিরাপত্তা কর্মীরা। অভিযুক্ত দুই ছাত্রকে নিয়ে আসা হয়েছে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস কক্ষে। হস্টেল থেকে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রও সেখানে নিয়ে আসা হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে অভিযুক্ত এই তিন ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।তবে এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

 

spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...