ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhyay) বাঙালির আবেগ, বাংলা সিনেমার অমলিন হাসির অফুরান উৎস। চরম হতাশা আর দুঃখের মাঝেও ” মাসিমা মালপো খামু” চূড়ান্ত জীবন্ত। চলায় বলায় পূর্ব বঙ্গের রীতিকে অটুট রেখে টলিউডকে সমৃদ্ধ করেছেন যে অভিনেতা, সেই ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhyay) অমর। ‘সাড়ে চুয়াত্তর’ – এর কেদার বা ‘পার্সোনাল অ্যাসিস্টেন্ট’ রমা দেবী, নাম বা চরিত্ররা পাল্টেছে, তবে অভিনেতার প্রতিভার পরিচয় দিতে তারা এতটুকু পিছিয়ে আসেনি। সাদা কালো পর্দায় অমলিন হাসি আনন্দের জাদুকাঠি ছিল তাঁর কাছে। তাই তিনি আজও জীবন্ত। ২৬ অগাস্ট তাঁর জন্মদিনে সেই কথাই প্রমাণ করল টালিগঞ্জ। আর সারপ্রাইজ গিফট দিলেন এই যুগের বলিষ্ঠ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। ভোল বদলে হয়ে গেলেন ভানু!

এই শীতে আসছে ‘যমালয়ে জীবন্ত ভানু’ (Jomaloye Jibonto Bhanu)। আজ থেকে ঠিক এক বছর আগে ঘোষণা হয়েছিল ছবির নাম। কিন্তু গতকাল অর্থাৎ ২৬ অগাস্ট ছবির নতুন পোস্টার (New Poster) প্রকাশ্যে আসতেই বিস্ময়ের ঘোর কাটছে না নেটিজেনদের। দুদিন আগেই ‘ক্যাওড়া’ পুলিশ অফিসার অনিমেষ দত্তর ভূমিকায় মারকাটারি অ্যাকশন আর অশ্রাব্য ভাষায় গালাগালি করে যিনি লাইমলাইট কেড়েছেন , তাঁর এত বদল? এ যেন নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। শনিবার সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল ‘জীবন্ত ভানু’র ছবিতে। মুখ্য চরিত্রে ওয়ান অ্যাণ্ড অনলি শাশ্বত চট্টোপাধ্যায়। একেবারে যেন হুবহু ভানু বন্দ্যোপাধ্যায়!
