Sunday, November 9, 2025

AI-এর মাধ্যমে রাজ্যে স্প্যানিশ শিক্ষা: মুখ্যমন্ত্রীর স্পেন সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বাংলার পড়ুয়াদের বিদেশি ভাষা শিক্ষার সুযোগ তৈরি ও কর্মসংস্থানে উদ্যোগী রাজ্য সরকার। সেই লক্ষ্যে বৃহস্পতিবার স্পেন সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। দ্বিপাক্ষিক আদান-প্রদানের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে স্প্যানিশ শিক্ষার সুযোগ তৈরি করতে এদিনের আলোচনায় উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

বিদেশি ভাষা শিক্ষায় আগ্রহী বাংলার পড়ুয়াদের জন্য সুখবর দিয়ে এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, স্পেন সরকারের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজেস বুলেরেমো এস্কেবানোর সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। এই বৈঠকে দ্বিপাক্ষিক সমঝোতায় স্প্যানিশ শিক্ষা, স্প্যানিশ বিশ্ববিদ্যালয় ও রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এক্সচেঞ্জ সিস্টেম গড়ে তোলার কথা আলোচনা হয়েছে। এর মাধ্যমে পড়ুয়াদের স্প্যানিশ শেখানো এবং আমাদের যেসব শিক্ষক রয়েছেন তাঁদেরও এই এক্সচেঞ্জ সিস্টেমে এনে স্প্যানিশ ফ্যাকাল্টি গড়ে তোলা নিয়ে আলোচনা হয়। মুখ্যসচিব জানান, ভাষাশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে কার্যকর করা যায় তা নিয়েও বিশদে আলোচনা হয়েছে এদিন। সেখানে স্পেন কিছুটা কাজ করেছে, বাংলায় কিছু সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভাষা শিক্ষার ক্ষেত্রে কাজ করছে। তাঁদের সঙ্গে মেলবন্ধন করে বিনিময় পদ্ধতির মাধ্যমে কীভাবে পরিকল্পনা বাস্তবায়িত করা যায় সে বিষয়ে বিশদে আলোচনা হয়েছে।

spot_img

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...