Thursday, January 22, 2026

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে স্বস্তি ভারতীয় দলে, অনুশীলনে এই তারকা ব‍্যাটার

Date:

Share post:

আগামিকাল এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। ইতিমধ্যেই সুপার ফোরের ম‍্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর ভারতীয় দলে। অনুশীলন শুরু করলেন শ্রেয়স আইয়র। যা স্বস্তি দিচ্ছে টিম ম‍্যানেজমেন্টকে।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বৃহস্পতিবার কলম্বোয় অনুশীলনে সূর্যকুমার যাদব ও শার্দূল ঠাকুরের সঙ্গে শ্রেয়সকে দেখা যায়। ব্যাটিং অনুশীলনে বেশ সাবলীল ছিলেন শ্রেয়াস আইয়ার। নেটে প্রথমে তিনি কিছুক্ষণ শরীর চর্চা করেন, বিশেষত পিঠের। এরপর তিনি ব্যাটিং অনুশীলন শুরু করেন, যেখানে প্রায় ৩০ মিনিট তিনি মিডিয়াম পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করেন। খবর অনুযায়ী, স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধেই তিনি এদিন ব্যাটিং অনুশীলন করেন। এদিন নেটে তিনি শর্ট বলের অনুশীলনে জোর দেন। শ্রেয়স ছাড়াও এদিন ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, তিলক ভার্মা এবং সুর্যকুমার যাদব। তবে এদিন ঐচ্ছিক অনুশীলনে আসেননি বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ এবং অধিনায়ক রোহিত শর্মা।

এশিয়া কাপের সুপার ফোরে পর পর তিনদিন ম্যাচ খেলে স্বাভাবিক ভাবেই ক্লান্ত ভারতীয় দল। বুধবার ক্রিকেটাররা বিশ্রাম নিলেও বৃহস্পতিবার হালকা অনুশীলন করেন। শরীরে যাতে বাড়তি চাপ না পরে সেই কারণেই এই অনুশীলনে হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের নেটে অনুশীলন করতে দেখা যায়নি। ইতিমধ্যে ফাইনালে ভারত। তাই আগামিকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে কয়েকটি বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। সূর্যকুমার, তিলক ভার্মা, মহম্মদ শামিরা দলে ঢুকতে পারেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরারা ফাইনালের আগে বিশ্রাম নিতে পারেন।

আরও পড়ুন:কেন এশিয়া কাপে সুযোগ পাচ্ছেন না শামি? মুখ খুললেন দলের বোলিং কোচ

 

 

 

 

spot_img

Related articles

সময় বেঁধে সরস্বতীপুজো-শুক্রবারের নমাজ: ভোজশালায় শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ শীর্ষ আদালতের

একই দিনে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতীপুজো (Sarsawti Pujo) এবং জুম্মাবারের নমাজ। মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালা-কামাল মৌলা মসজিদ চত্বরে ধর্মীয়...

ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় কড়া পদক্ষেপের পথে রেল

ট্রেনে পাথর ছোড়া গুরুতর ফৌজদারি অপরাধ (criminal offense)। সরকারি সম্পত্তি নষ্ট করলে এবার তার কড়া মাশুল দিতে হবে।...

বেঙ্গালুরুতে প্রয়াত ইলিয়াস পাশাকে শেষ শ্রদ্ধা ইস্টবেঙ্গলের, শোকবার্তা ফেডারেশনের

প্রয়াত ইস্টবেঙ্গলের(East Bengal) প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা( Ilyas Pasha)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ইস্টবেঙ্গল ক্লাব। প্রয়াত প্রখ্যাত ডিফেন্ডার ইলিয়াস...

সাধারণতন্ত্র দিবসে পুরুষ CRPF বাহিনীকে নেতৃত্ব! ইতিহাস গড়বেন সিমরন

সাধারণতন্ত্র দিবসে ইতিহাস গড়বেন জম্মু-কাশ্মীরের সিমরন। আগামী ২৬ জানুয়ারি মহড়াতে সিআরপিএফের পুরুষদলকে (CRPF male unit) নেতৃত্ব দেবেন বছর...