Monday, August 25, 2025

‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ই কাল! নেতা-ধর্মগুরুদের রো.ষের মুখে পাক মডেল

Date:

Share post:

মিস ইউনিভার্স পাকিস্তানের (Miss Universe Pakistan) খেতাব জিততেই বড় বিপাকে পড়লেন পাক মডেল (Pak Model)। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই মডেল তো বটেই, পাকিস্তানের মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন সে দেশের নেতা ও ধর্মগুরুরা। সব মিলিয়ে, জেতার পরেও মাথায় হাত বছর চব্বিশের পাক মডেল এরিকা রবিন (Erica Robin)।

জানা গিয়েছে, মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্যায়ের আগে যে প্রাথমিক বাছাই পর্ব চলে সেখানেই পাকিস্তানের তরফে নাম দিয়েছিলেন তিনি। পাকিস্তান থেকে সুন্দরী বেছে নেওয়ার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মালদ্বীপে। সেখানেই সব প্রতিযোগীদের পিছনে ফেল সেরার শিরোপা জিতে নেন এই পাক তরুণী। কিন্তু তাঁর শ্রেষ্ঠত্বের খবর সামনে আসতেই মহা ফ্যাসাদে পড়লেন এরিকা। কেন তিনি ওই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন, তা নিয়েই বেজায় চটেছে রক্ষণশীল পাক সমাজ। তাদের অভিযোগ, এমন প্রতিযোগিতা পাকিস্তানের মেয়েদের অপমানের পাশাপাশি তাঁদের ব্যবহার করেছে। আর সেকারণেই ওই তরুণীকে পাকিস্তানের প্রতিনিধি বলেও মানতে নারাজ তাঁরা। শুধু তাই নয়, এই প্রতিযোগিতাকে ‘লজ্জাজনক’ বলে তোপ দেগে আয়োজকদের খোঁজ শুরু করেছে পাক প্রশাসন।

আর এমন পরিস্থিতিতে এরিকা মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য এল সালভাদোরে যেতে পারবেন কি না, তা নিয়ে এখন চরম সংশয় দেখা দিয়েছে। তবে এই সুযোগকে দেশের পক্ষে সম্মানের বলেই মনে করছেন তিনি। এরিকার মতে, এই প্রথমবার এই প্রতিযোগিতায় পাকিস্তানের কোনও নারী স্থান পেয়েছেন। তিনি আরও জানান, দেশের সম্মান তিনি কোনোভাবেই নষ্ট করবেন না। বরং বিশ্বের দরবারে পাকিস্তানের ইতিবাচক দিকগুলিকেই তিনি বেশি করে তুলে ধরতে চান বলে জানিয়েছেন ওই তরুণী।

 

 

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...