অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। তবে তার আগে শুভমন গিলকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন। রায়নার মতে, ও বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হবে।

এই নিয়ে রায়না বলেন,”ও বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হবে। আমি জানি যে, ও একজন সুপারস্টার হতে চায় এবং পরবর্তী বিরাট কোহলি হতে চায় এবং ইতিমধ্যেই সেই লক্ষ্যেই রয়েছে এবং এই বিশ্বকাপের পরে, আমরা ওকে নিয়ে আরও বেশি আলোচনা করব।”

এরপর রায়না আরও বলেন,” ও একজন অত্যন্ত শক্তিশালী ব্যাটার। স্পিনাররা বুঝতেই পারে না, কোথায় ওকে বল দেবে। এবং যদি ফাস্ট বোলাররা বল সুইং করাতে না পারে, তবে ও সেই বলগুলো স্ট্রেট বা ফ্লিক দিয়ে সত্যিই ভালো খেলতে পারে। ওর মানসিকতা এখানেই থেমে থাকবে না। ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা যা করেছিল, গিল এই বছর ভারতের জন্য একই কাজ করতে পারে। ও ব্যাট করার জন্য ৫০ ওভার পাবে, তাই এটি ওর ব্যাটিংয়ের জন্য একটি টেক অফ পয়েন্ট। আমি মনে করি, ও একজন জন্মগত নেতা। এবং ও ওর খেলায় সেটা দেখিয়েছে।”

আরও পড়ুন:এশিয়ান গেমসের আগে ফর্মে ফিরতে বিরাট অনুপ্রেরণায় সিন্ধু
